ফের একবার হিন্দি ছবি, ফের একবার বলিউডে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পরবর্তী স্বল্পদৈর্ঘ্যের ছবিতে রোহিত বসুর বিপরীতে অভিনয় করবেন ঋতাভরী। একটি বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের চিত্রনাট্য দেখা যাবে পর্দায়। নাম 'ব্রোকেন ফ্রেম'। 'কেকওয়াক' এবং 'সিজন গ্রিটিংস'-এর পর তৃতীয় ছবির পরিচালনা করতে চলেছেন রাম কমল। ছবির শুটিং হবে কলকাতাতেই।
পরিচালকের নিজের লেখা বই ‘লং আইল্যান্ড আইসডটি’-র প্রথম গল্পই এবার দেখা যাবে পর্দায়। বলিউডের ছোটপর্দার জনপ্রিয় মুখ রোহিত বসু। এদিকে ঋতাভরীও কাজ করছেন বলিউডে। অনুষ্কা শর্মার প্রযোজিত ছবি পরি-তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কাজ করেছেন শতরূপা সন্যালের পরিচালনায় অনুরাগ কাশ্যপের বিপরীতে। এছাড়াও কলকি কেকলারের সঙ্গে 'নেকড'-তো জনপ্রিয় ছবি।
আরও পড়ুন, অনির্দিষ্টকাল বন্ধের হুঁশিয়ারি সিঙ্গলস্ক্রিন মালিকদের
অ্যাসর্টেড মোশান পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত ‘ব্রোকেন ফ্রেম’-এ বিবাহিত দম্পতি অমিত ও মৌসুমী। বিয়ের কয়েক বছর থেকে গল্পের সূত্রপাত। তাদের বিবাহিত বার্ষিকীর রাতে কী এমন ঘটল যা তাদের জীবনকে অন্য সুতোয় বুনলো? এই ছবির চিত্রনাট্য লিখেছেন সমীর সতিজা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে শৈলেন্দ্র সায়ন্তী। তবে আরও বড় চমক লুকিয়ে রয়েছে, ছবির সিনেমাটোগ্রাফি সামলাচ্ছেন মধুরা পালিত।