Ritabhari-Sumit: সুমিতের বাহুলগ্না ঋতাভরী, শীতের আমেজে জমে ক্ষীর প্রেমিকযুগলের আদুরে আলাপ

Ritabhari-Sumit Photo : সুমিতের বাহুডোরে ঋতাভরী। চোখে চোখে ভালবাসায় ডুব প্রেমিকযুগলের। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী-সুমিতের আদরে-সোহাগের ছবি মুহূর্তে ভাইরাল।

Ritabhari-Sumit Photo : সুমিতের বাহুডোরে ঋতাভরী। চোখে চোখে ভালবাসায় ডুব প্রেমিকযুগলের। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী-সুমিতের আদরে-সোহাগের ছবি মুহূর্তে ভাইরাল।

author-image
Kasturi Kundu
New Update
cddd

শীতের আমেজে জমে ক্ষীর প্রেমিকযুগলের আদুরে আলাপ

Ritabhari-Sumit Love Story: গোলাপি ফুল স্লিভ সালোয়ার, উজ্জ্বল হলুদ বর্ণের ওড়না, প্রেমিকের সঙ্গে আদুরে আলাপ টলি ক্যুইন ঋতাভরী চক্রবর্তীর। শীতের দুপুরে প্রেমিকের সঙ্গে ভালোবাসায় গদগদ অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় সেই লাভিডাভি মুহূর্তের ছবি নিজেই শেয়ার করেছেন পর্দার 'ওগো বধূ সুন্দরী'। কখনও লাজুক মুখে প্রেমিক সুমিতের বাহুডোরে মুখ গুঁজেছেন তো কখনও আবার চোখে চোখ রেখে প্রেমের সাগরে ডুব দিয়েছেন ঋতাভরী-সুমিত।

Advertisment

প্রেমিকযুগলের প্রাণোচ্ছ্বল হাসি মন ছুঁয়েছে জুটির অনুরাগীদের। মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে ঋতাভরী লিখেছেন, 'এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমিই আমার শান্তির জায়গা। আমার বাড়ি। আমার প্রিয় বন্ধু। আমার মনের মানুষ।' লেখার মাঝে রয়েছে লাল হৃদয়ের ইমোজি। ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভাসছেন ঋতাভরী-সুমিত। কারও মতে, 'রব নে বনা দি জোরি'। কেউ আবার বলছেন, 'মেট অফ ইচ আদার'।

Advertisment

দীপাবলিতেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সুমিত অরোরার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, শুভ দীপাবলি। 'বহুরূপী'-র গান মুক্তির অনুষ্ঠানে প্রেমের কথা স্বীকার করেছিলেন। কিন্তু, প্রেমিক যে মুম্বইয়ের বাসিন্দা সেই ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এটেছিলেন। 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলোকিত করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। হালকা সবজে শাড়িতে পারফেক্ট বাঙালি লুকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। ঋতাভরীকে শেষ দেখা গিয়েছে শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপীতে।

২০২৫-এ মুক্তির অপেক্ষায় মৈনাক ভৌমিকের 'গৃহস্থ'। ছোট পর্দা থেকে জার্নি শুরু করেছিলেন ঋতাভরী। ধীরে ধীরে বড় পর্দায় নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফাটাফাটি, ব্রহ্মা জানে গোপন কম্মটি, বহুরূপীর মতো ছবিতে ঋতাভরীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। 

Bengali Cinema Bengali Actress Bengali Film Ritabhari Chakraborty Bengali Film Industry