অভিনেতা রিতেশ দেশমুখ ( Retiesh Deshmukh ) শেষ করেছেন তার প্রথম পরিচালনার কাজ। মারাঠি ছবি ‘বেদ’ – এতেই পরিচালক হিসেবে প্রথমবার কাজ করলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী জেনেলিয়া দেশমুখ ( Genelia D’Souza Deshmukh ) এবং ক্যামিও চরিত্রে সলমন খান ( Salman Khan )। বলিউডের ভাইজানের উপস্থিতি যেন চার চাঁদ লাগিয়েছে সিনেমার ফ্লোরে।
সলমনকে নিজের ছবিতে পাবেন এ যেন বিশ্বাসই করতে পারেননি রিতেশ। তাই তো ছবির শেষে তাকে আন্তরিক ধন্যবাদ জানালেন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, সলমন ভাই আমার এই ছবিতে কাজ করেছেন। আমি আপ্লুত, ভাষা নেই আমার। উনার মত একজন দয়ালু মানুষ যেভাবে আমায় এবং জেনেলিয়াকে সাপোর্ট করেছেন, সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমার প্রথম ছবি ‘লাই ভরি’-তে তিনি অভিনয় করেছিলেন। আর এবার আমার পরিচালনায় কাজ করলেন, অনেক ধন্যবাদ।
আরও পড়ুন [ রণবীরকে বিয়ে করে ‘দুর্ভাগ্যবতী’ আলিয়া? ‘সামশেরা’র প্রচারে এ কী কথা অভিনেতার! ]
অভিনেতা হিসেবে রিতেশের কোনও তুলনা হয়না। কমেডি রোল থেকে ভিলেন – সবেতেই নিজের শ্রেষ্ঠ অভিনয় দিয়ে ফুটিয়ে তোলেন। আর এবার পরিচালনার দায়িত্ব। এদিন তিনি জানান, আজ আশাদি একাদশী এবং এই খুশির দিনে আমি সকলকে জানাতে চাই যে আমার প্রথম পরিচালনার কাজ শেষ হয়েছে।
অনেক মানুষের সাহায্য এবং অনুপ্রেরণায় আজ এই অসাধ্য সাধন করেছেন রিতেশ। সকলকেই শুভকামনা জানালেন। আপাতত, ‘মিস্টার মাম্মির’ শুটিংয়ে ব্যস্ত রিতেশ এবং জেনেলিয়া।