Bappi Lahiri-Rituparna Sengupta Song:২০২২-এর ১৫ফেব্রুয়ারি জীবনাবসান হয় গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। মাত্র ৬৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই দিন মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে চিরনিদ্রায় চলে যান বাপ্পি লাহিড়ি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ির।
আজও তিনি সকলের কাছে বাপ্পিদা হিসেবেই বেশি জনপ্রিয়। আজকের দিনে প্রয়াত সুরকার ও গায়ককে গানে গানে স্মরণ করলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় বাপ্পি লাহিড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বাপ্পি লাহিড়ির পাশে মাইক হাতে গান গাওয়ার একটি মুহূর্ত শেয়ার করেছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'ফুলমতি'। ২০২১-এর ৭ অক্টোবর মুক্তি পেয়েছিল অ্যালবাম 'ফুলমতি'। বাপ্পি লাহিড়ির সুরে তাঁর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত।
তিন মিনিট ৩৪ সেকেণ্ডের এই গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। সোনালী মুহূর্তের ছবি শেয়ার করে বাপ্পি লাহিড়ি স্মরণে ঋতুপর্ণা লিখেছেন, 'ডিস্কো কিং বাপ্পিদা-কে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি। আপনার সুর, স্টাইল আর স্বর্ণযুগের গান চিরদিন সকলের স্মৃতিতে থেকে যাবে।'
সাত থেকে আটের দশকে হিন্দি সিনেমার জগতের অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। একের পর এক হিট গানের সুরকার হিসেবে তাঁর জনপ্রিয়তা আসমুদ্রহিমাচল বিস্তৃত ছিল। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ির।
দীর্ঘ কেরিয়ারে বাংলা ও হিন্দি ছবির গান ও গানে সুর দিয়েছেন।বাপ্পি লাহিড়ির কণ্ঠে গাওয়া শেষ গান 'বাগি ৩'-তে। মা, বাবার কাছেই প্রথম গানের তালিম পেয়েছিলেন বাপ্পি লাহিড়ি। অলোকেশ ছিল তাঁর মা-বাবার দেওয়া নাম। কিন্তু সংগীতের দুনিয়ায় যে বিপুল পরিমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেখান থেকে 'বাপ্পি' নামেই পরিচিত হয়ে যান।