Advertisment
Presenting Partner
Desktop GIF

Rituparna Sengupta: মায়ের শ্রাদ্ধনুষ্ঠানে সাদা কালো শাড়িতে পরিপাটি ঋতুপর্ণা, আয়োজন করলেন নিজের হাতে....

Rituparna Sengupta mother: গতকাল মায়ের তিনদিনের কাজ করেছেন ঋতু। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। তাঁর কাছের মানুষেরা পাশে দাঁড়িয়েছিলেন। মায়ের ছবিতে সাদা মালা, তাঁর সামনে দাঁড়িয়েই ভারাক্রান্ত ঋতুপর্ণা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 rituparna sengupta trolled for her makeup

Rituparna mother last rites: মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ঋতু

মা, এই শব্দটার সঙ্গে সকলের যেন আত্মার সম্পর্ক। শুধু তাই নয়, যারা মা হারানোর যন্ত্রণা বুঝেছেন তারাই জানেন জীবনে কী হারিয়েছেন। বর্তমানে এই সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দিন তিনেক আগেই তিনি মাকে হারিয়েছেন। সেদিন থেকে যেন মায়ের কমতি আরও বেশি করে বুঝছেন তিনি।

Advertisment

গতকাল মায়ের তিনদিনের কাজ করেছেন ঋতু। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। তাঁর কাছের মানুষেরা পাশে দাঁড়িয়েছিলেন। মায়ের ছবিতে সাদা মালা, তাঁর সামনে দাঁড়িয়েই ভারাক্রান্ত ঋতুপর্ণা। চেষ্টা করেছিলেন, যাতে মাকে সুস্থ করা যায়। শেষ ১৫টা দিন অনেকটা লড়াই করেছিলেন। কিন্তু, এই শেষরক্ষা হয়নি। মাকে হারিয়েছিলেন ছবি রিলিজের মধ্যেই।

আরও পড়ুন   -    Koushani Mukherjee: বন্য জন্তুদের সামনেই নেচে গেয়ে অস্থির কৌশানি-বনি, আফ্রিকায় কোমর দুলিয়েই যা কান্ড করলেন...

গতকাল ঋতুপর্ণা নিয়ম মেনেই মায়ের কাজ সারলেন। তাঁকে দেখা গেল সাদা কালো শাড়িতে। কিন্তু, ঋতুপর্ণাকে সাজতে দেখে কেউ কেউ প্রশ্নও তুললেন। মায়ের শ্রদ্ধানুষ্ঠানে বেশি সেজেছেন ঋতু এমনটাই দাবি করেছেন তাঁরা। এদিকে মায়ের জন্য থালা সাজিয়ে তাঁর পছন্দের খাবার সাজিয়ে তাঁকে খেতেও দিলেন অভিনেত্রী। তাঁকে কাজে সাহায্য করলেন আরেক অভিনেত্রী চৈতী ঘোষাল।

উল্লেখ্য, যেদিন ঋতুপর্ণার মা মারা গেলেন তার আগেই আমার লবঙ্গ লতার প্রিমিয়ারে হাজির ছিলেন তিনি। তাঁর দিন কয়েকের মধ্যেই খবর আসে তিনি তাঁর মাকে হারিয়েছেন। আর মায়ের কাজ উপলক্ষে খুব অল্প করেই, কিন্তু কাছের মানুষদের সামিল করেছিলেন তাতে। মায়ের জন্য তাঁর পছন্দের সব খাবার অর্গানাইজ করেছিলেন তিনি। যাতে ইলিশ মাছ থেকে শুরু করে ডাল সবই ছিল।

প্রসঙ্গে, ঋতুপর্নাকে অযোগ্য ছবিতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়এর সঙ্গে। সেই ছবি তাঁদের ৫০ তম ছবি। ফলে দর্শকরা যথেষ্ট আশা করেছিলেন যে ভাল কিছুই দেখা যাবে এই ছবিতে। আর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের ছবি তিনি সমাজ মাধ্যমে শেয়ার করতেই দেখা গেল বেশিরভাগ অনুরাগীরা শোক জ্ঞাপন করেছেন। তাঁরা অভিনেত্রীর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

tollywood rituparna sengupta Tollywood Actress
Advertisment