Advertisment

জন্মদিনেও বলতে হয় 'স্মরণে ঋতুপর্ণ'

প্রতিদিন আপামর জনগণের তাঁকে মনে পড়ে কিনা, সেকথা হলফ করে বলতে পারা খুব কঠিন, তবে মানুষটার আশেপাশে যাঁরা ছিলেন, তাঁদের জীবনের চলার পথে মনে আসে ঋতুপর্ণর কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌম্যজিৎ-সৌরেন্দ্রর মত কিছু শিল্পী 'তাদের ঋতু দা'-কে মনে করছে আপন কায়দায়।

''রিমেম্বার মি হোয়েন আই অ্যাম গন আওয়ে, গন ফার ইনটু দ্য সাইলেন্ট ল্যান্ড''- ক্রিস্টিনা রোসেটির লেখা এই লাইনগুলো যখন আবৃত্তি করেছিলেন তিনি, তখন কেউই জানত না এত তাড়াতাড়ি তাঁর জন্যই প্রয়োজন হবে এই পংক্তির, ৩১ অগাস্ট, জন্মদিনে বলতে হবে স্মরণে ঋতুপর্ণ।

Advertisment

সমালোচনা, বিদ্রুপ, বিতর্ক এবং ভালবাসা-এ সব পেরিয়ে তিনি আজ দূরে। প্রতিদিন আপামর জনগণের তাঁকে মনে পড়ে কিনা, সেকথা হলফ করে বলতে পারা খুব কঠিন, তবে মানুষটার আশেপাশে যাঁরা ছিলেন, তাঁদের জীবনের চলার পথে মনে আসে ঋতুপর্ণর কথা। শুক্রবার তাঁর জন্মদিনে তিলোত্তমার বুকে কিছু মানুষ তাঁকে স্মরণ করছেন অনুষ্ঠানে, আবার সৌরেন্দ্র-সৌম্যজিতের মত কিছু শিল্পী 'তাঁদের ঋতু দা'-কে উদযাপন করছেন নিজস্ব কায়দায়।

ঋতুপর্ণর সঙ্গে তাঁদের করা স্টেজ শো এবং বর্তমানের ভাবনার সংমিশ্রনে সৌরেন্দ্র-সৌম্যজিৎ প্রকাশ করেছেন ভিডিও, 'অ্য ট্রিবিউট টু ঋতুপর্ণ'। আজ তাঁকে ছুঁতে পারবেন না তাঁরা, তবে তাঁর দেওয়া গাছের ফোটা ফুলটা দেখে মনে করবেন 'ঋতুদাকে'। এটাই তো বলে গিয়েছিলেন ঋতুপর্ণ।

কালস্মৃতিতে থেকে যাওয়া মানুষটিকে তাঁর কাজের মাধ্যমেই মনে রেখেছেন দর্শক। তেমনি মনে রেখেছেন তাঁর বন্ধু, আপনজন ও শুভান্যুধায়ীরা। বেঁচে থাকতে ঝগড়া করেছেন প্রচুর, সে রেশ এখনও থামেনি। তাই জন্মদিনের শুভেচ্ছাতেও অভিমান প্রসেনজিতের--

তাঁকে মনে রেখে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও:

আরও পড়ুন, জন্মদিনে ‘সঙ্গে ঋতুপর্ণ: অ্য মিউজিক্যাল অফ ইমোশন’-এর পঞ্চমবার পথচলা

ঋতুপর্ণ মানেই তো সৃষ্টি, নতুনের আমন্ত্রন, ক্লাসিক গল্প বলার ধরন - আজ বুঝেছেন তাঁরা, যাঁরা সেদিন চোখ টাটিয়েছিলেন। মুখ বেঁকিয়ে ইশ বলেছিলেন। সেদিন তাতে অবশ্যি কিছুটা মন খারাপ হয়েছিল মানুষটার। তবে আজ যেখানে আছেন, সেখান থেকে সবটা দেখে কি হাসেন? সে যাই হোক, মন খারাপের জন্মদিনের শুভেচ্ছা, ঋতুপর্ণ ঘোষ।

Mamata Banerjee rituporno gosh prosenjit chatterjee
Advertisment