/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/ritwick.jpg)
দিনেদুপুরে ঋত্বিকের বাড়িতে দুষ্কৃতীর হামলা!
Ritwick Viral Video: দিনটা ছিল ১৫ জানুয়ারি বুধবার গভীর রাত। পতৌদি নবাব সইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতী। ছোটে নবাবকে ছ'বার ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে। অভিযুক্ত শরিফুল এখন পুলিশি হেফাজতে রয়েছেন। মুম্বইয়ের ছায়া এবার কলকাতাতেও! মধ্যরাতে সইফের উপর আকস্মিক হামলার পর খাস কলকাতায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ফ্ল্যাটে দিনেদুপুরে দুষ্কৃতীর হামলা! সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনারকথা নিজেই জানালেন অভিনেতা। সেই সঙ্গে দেখালেন সিসিটিভি ফুটেজও।
সেলফি মোডে একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ফ্রিজের সামনে জল নিতে এসেই একেবারে হতভম্ব। ঘটনার বিবরণ দিতে গিয়ে ঋত্বিক বলেন, 'আমি ফ্রিজের কাছে জল নিতে এসেছিলাম। জল নিতে আসতেই ও একেবারে সামনে চলে আসে। আমাকে ধাক্কা মারে আর আমিও ধাক্কা মারি। ধাক্কাধাক্কি হয়। আমি চিত্কার করে উঠি। আমার বাড়ির লোক দৌঁড়ে চলে আসে। তখন ও কাছের দরজা দিয়ে পালিয়ে যায়। তারপর আমি সিসিটিভি ফুটেজটা দেখি। আপনাদের সঙ্গেও শেয়ার করছি'।
সিসিটিভি ফুটেজেই তো কাহানি মে ট্যুইস্ট। এ তো পুরো পূর্ব পরিকল্পিত! যেখানে খোদ অভিনেতাই যুক্ত। শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু, এটাই সত্যি। এক নজরে দেখে নেওয়া যাক সিসিটিভি ফুটেজ। সেখানে ওই ব্যক্তির মুখ একেবারে স্পষ্ট। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে নামছেন। হুডি জ্যাকেট পরে মুখে মাস্ক রয়েছে ওই ব্যক্তির। গেট দিয়ে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসেন। সিসিটিভি ক্যামেরায় স্বইচ্ছায় নিজের মুখ দেখান। এরপর পকেট থেকে একটি চিরকুট বের করেন। সেখানে লেখা, 'এইটুকুই জানাতে এসেছিলাম'। কিন্তু, কী জানাতে এসেছিলেন?
ঋত্বিক নিজেও ভিডিও পোস্টের ক্যাপশনে এই লাইনটাই লিখেছেন। ঘটনাটা হল, এই ঋত্বিকের নতুন সিনেমা 'পরিচয় গুপ্ত'-র প্রচারের অংশ। উল্লেখ্য, ওই ব্যক্তির চিরকুটেও এটাই লেখা ছিল। সঙ্গে ছবি মুক্তির দিনও ঘোষণা করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি আসছে ঋত্বিকের নতুন ছবি 'পরিচয় গুপ্ত'। ভিডিও-র প্রথম অংশ দেখে সকলে চমকে গেলেও শেষের ট্যুইস্টটা এনজয় করেছে সে কথা বলাইবাহুল্য।