/indian-express-bangla/media/media_files/2025/06/20/kesari-2-2025-06-20-13-51-39.jpg)
অক্ষয়ের ছবি নিয়ে প্রতিবাদী সৃজিত-ঋত্বিক
Kesari Chapter 2 Controversy: এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত মুভি 'কেশরি চ্যাপ্টার ২'। ফ্লপের গেরো কাটিয়ে এই ছবির মাধ্যমে সাফল্যের মুখ দেখার আশা ছিল আক্কির। যদিও সেই আশা পূরণ হয়নি। উলটে চরম বিতর্কে জড়িয়ে পড়েছে কেশরি ২। ওটিটি-তে মুক্তির পর সেই বিতর্ক আরও জোড়াল হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে। জল গড়িয়েছে নবান্ন পর্যন্ত। বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের হওয়ার পর এই ইস্যুতে ফুঁসে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কড়া ভাষায় ছবির নির্মাতাদের দিকে আঙুল তুলে প্রশ্ন ছুঁড়েছেন, 'সিনেমা তৈরি করে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং! লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম দিয়ে বাংলার ব্রেন ক্যাপচার করবেন, জানবেন বাংলার মানুষ এর প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে।'
সোশ্যাল মিডিয়ায় সরাসরি ছবির নাম না করে কেশরী ২-নিয়ে ফুঁসে উঠলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। যে কোনও বিষয়ে নিজের মত প্রকাশ করেন। ঋত্বিকের মন্তব্যে অনেক সময় ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। তবে সেসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেতা। কেশরী চ্যাপ্টার ২ নিয়ে বিতর্কের মাঝে অভিনব কায়দায় প্রতিবাদী ঋত্বিক চক্রবর্তীও।
চাঁছাছোলো ভাষায় অভিনেতার মন্তব্য, 'শুনলাম "ছাপরি চ্যাপ্টার গু" বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে। অবশ্য হিন্দি সিনেমার থেকে ইতিহাস শেখা উচিত নয়। ওরা কিন্তু যে-কোনো দিন ছাপ মারা বিশ্বাসঘাতক কে বীর বলে চালিয়ে দেবে।' পোস্টের শেষে পুনশ্চ সহযোগে আরও লেখেন, 'এক বন্ধু জানালেন সিনেমার নামটা ভুল বলছি। আসল নাম "যুবা কেসরী- ফুঃ'।
ঋত্বিকের পাশাপাশি বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃতি নিয়ে সরব হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন সৃজিত। অক্ষয়ের সিনেমার সেই নির্দিষ্ট অংশটুকু শেযার করে প্রশ্ন তুলেছেন, 'ক্ষুদিরাম সিং? এরপর তাহলে মোহনদাস করমচাঁদ মুখোপাধ্যায়? জহওরলাল দস্তিদার? লালা লাজপত লাহা? এই রিসার্চ দেখে অত্যন্ত দুঃখ হচ্ছে।'
Khudiram Singh? What next? Mohandas Karamchand Mukherjee? Jawaharlal Dastidar? Lala Lajpat Laha? Pathetic research! pic.twitter.com/KbpkWt9h1w
— Srijit Mukherji (@srijitspeaketh) June 18, 2025
কেশরী ২ নিয়ে তরজা এখন চরমে পৌঁছেছে। আর সেই বিতর্কে ঘৃতাহুতির কাজটা করলেন টলিউডের আরও এক জনপ্রিয় পরিচালক শুভ্রজিৎ মিত্র। দেবী চৌধুরানী খ্যাত পরিচালক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় বলিউডের ফাঁকফোকর নিয়ে বলেন, 'বলিউড বা দক্ষিণী ছবির ক্ষেত্রে রিসার্চ ওয়ার্ক প্রায় নেই বললেই চলে। পাওয়ারফুল স্টারকাস্টেও ওঁরা বিশ্বাসী। সেই জন্যই এমন ঘটনা ঘটছে। আর বলিউডের অনেক চিত্রনাট্যই ফাঁক ফোকর থেকে যায়। এবার নাম নিয়ে বিতর্ক হচ্ছে। তবে এই বিষয়টা কিন্তু, হিন্দি ছবির ক্ষেত্রে খুব একটা আশ্চর্যের কোনও বিষয় নয়।'