/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2025/06/20/cats-2025-06-20-12-40-13.jpg)
বলিউড নিয়ে চাঁছাছোলা দেবী চৌধুরানী খ্যাত পরিচলক
kesari chapter 2 controversy: এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত মুভি 'কেশরী চ্যাপ্টার ২'। ফ্লপের গেরো কাটিয়ে এই ছবির মাধ্যমে সাফল্যের মুখ দেখার আশা ছিল আক্কির। যদিও সেই আশা পূরণ হয়নি। উলটে চরম বিতর্কে জড়িয়ে পড়েছে কেশরি ২। ওটিটি-তে মুক্তির পর সেই বিতর্ক আরও জোড়াল হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে। জল গড়িয়েছে নবান্ন পর্যন্ত। বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের হওয়ার পর এই ইস্যুতে ফুঁসে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় ছবির নির্মাতাদের দিকে আঙুল তুলে প্রশ্ন ছুঁড়েছেন, 'সিনেমা তৈরি করে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং! লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম দিয়ে বাংলার ব্রেন ক্যাপচার করবেন, জানবেন বাংলার মানুষ এর প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে।'
কেশরী ২ ঘিরে বিতর্ক যখন তুঙ্গে সেই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল দেবী চৌধুরানী খ্যাত পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরি করতে হলে যেমন রিসার্চের প্রয়োজন তেমনই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কাজের ক্ষেত্রেও রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। শুভ্রজিৎ-এর মতে, যে কোনও বিষয়ে ছবি তৈরির জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত রিসার্চ ওয়ার্ক। বলিউডের মতো গ্ল্যামারাস ইন্ডাস্ট্রিতে তাহলে সত্যিই রিসার্চের অভাব? পরিচালকের সাফ জবাব, 'হ্যাঁ, একদমই তাই। বলিউড বা দক্ষিণী ছবির ক্ষেত্রে রিসার্চ ওয়ার্ক প্রায় নেই বললেই চলে। পাওয়ারফুল স্টারকাস্টেও ওঁরা বিশ্বাসী। সেই জন্যই এমন ঘটনা ঘটছে। আর বলিউডের অনেক চিত্রনাট্যই ফাঁক ফোকর থেকে যায়। এবার নাম নিয়ে বিতর্ক হচ্ছে। তবে এই বিষয়টা কিন্তু, হিন্দি ছবির ক্ষেত্রে খুব একটা আশ্চর্যের কোনও বিষয় নয়।'
প্রসঙ্গত, মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় একটি আদালত কক্ষের দৃশ্য দেখানো হয়েছে। সেখানেই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং হিসেবে উপস্থাপন করা হয়েছে। বারীন্দ্রকুমার ঘোষকে বলা হয়েছে বীরেন্দ্র কুমার। এই ঘটনাটাগুলো যা স্বাধীনতা সংগ্রামীদের অপমানের পাশাপাশি তথ্য বিকৃতি ও বাংলার আবেগের প্রতি অসম্মান। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও সিনেমার দৃশ্য পোস্ট করে সোচ্ছ্বার হয়েছেন।
Khudiram Singh? What next? Mohandas Karamchand Mukherjee? Jawaharlal Dastidar? Lala Lajpat Laha? Pathetic research! pic.twitter.com/KbpkWt9h1w
— Srijit Mukherji (@srijitspeaketh) June 18, 2025
আরও পড়ুন হিন্দি ছবি 'কেশরী চ্যাপ্টার ২'-এ বাংলার বীর বিপ্লবীদের নিয়ে 'মারাত্মক তথ্য বিকৃতি', থানায় অভিযোগ