/indian-express-bangla/media/media_files/2025/11/03/ritwik1-2025-11-03-21-49-52.jpg)
যা বলেছিলেন ঋত্বিক ...
Ritwik Ghatak Birthday: আজ এক এমন মানুষের জন্মদিন, যিনি ছবি তো বানাতেন তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার গল্প বলতেন। তাকে ভারতীয় ছবির অন্যতম স্টলওয়ার্ড হিসেবে দেখা হলেও, এই মানুষটা নিজের দায়িত্ব নিয়ে যে কয়টি ছবি করেছিলেন, সেই ছবি বানানো, এই যুগে প্রায় অসম্ভব। তাঁর ছবি ছিল কঠিন, সকলে বুঝতে পারতেন না। কিন্তু, সেই ছবি ভারতকে আন্তর্জাতিক স্তরে এত সম্মান এনে দিয়েছে, যা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবছর, তারই শতবর্ষ উদযাপিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আগামীকাল ঋত্বিক ঘটকের শতবর্ষ। এই মানুষটির সঙ্গে অন্যান্য পরিচালকদের কাজের অনেক ফারাক ছিল। কিন্তু বেশ কিছু পরিচালক এবং অভিনেতাকে নিজের হাতে তৈরি করেছিলেন তিনি। তার মধ্যে অন্যতম কিছুদিন আগেই না ফেরার দেশে পাড়ি দেওয়া আসরানি। ফিল্ম ইনস্টিটিউটে কিছুদিন অধ্যক্ষ পদে ছিলেন। তখন বেশ কিছু বর্তমান যুগের পরিচালকদের সুযোগ হয়েছিল তাঁর কাছ থেকে ফিল্ম মেকিং শেখার। যার মধ্যে একজন তো, বর্তমানে এমন কিছু ছবি উপহার দিয়েছেন, যা অনেকের জানা।
ভোর ৪টেয় উঠে কী এমন করতেন রেখা! জানেন সেই গোপন কথা?
কিন্তু তার নাম শুনেই হো হো করে হেসে উঠেছিলেন ঋত্বিক ঘটক। এই নামের আবার পরিচালক হয়, এও সম্ভব? নাম হতে হবে এমন, যেন ঋত্বিক ঘটক...! সেদিন সেই পরিচালককে ডেকে, তাঁর নাম শুনে এমনটাই বলছিলেন ঋত্বিক সাহেব। সেই পরিচালক আর কেউ নন, বরং বিধূ বিনোদ চোপড়া। তাঁর কথায়...
" উনি তখন ফিল্ম ইনস্টিটিউটে পড়াতেন। একদিন আমায় ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? আমি তখন বললাম আমার নাম, বিনোদ কুমার চোপড়া। উনি হো হো করে হেসে উঠলেন। সোজা আমাকে বলে দিলেন তোমাকে দিয়ে কোনদিনও পরিচালক হওয়া সম্ভব নয়। আমি তো অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কেন? উনি বললেন, এটা একটা নাম? নাম হতে হবে যেন ঋত্বিক ঘটক। যাইহোক তারপরে তিনি আমাকে বললেন তোমাকে লোকে বাড়িতে কি বলে ডাকে? আমি বললাম বিধু বলে ডাকে। তখন তিনি বললেন, তাহলে বিধু বিনোদ চোপড়া। এইবার ঠিক আছে নাম। আসলে আমার এই নামটা তাঁরই দেওয়া।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us