Riya Ganguly Borbaad: ২০২৪ সালটা তাঁর কাছে খুবই বেদনাদায়ক। দাম্পত্যে ধাক্কা খেয়েছেন। কিন্তু, ভাল কিছুও অপেক্ষা করছিল তাঁর জন্য। সেই জন্যই হয়তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে 'বরবাদ-এ 'স্ক্রিন শেয়ারের বিরাট সুযোগ পেলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। এছাড়াও রয়েছেন দেবের 'কিশোরী' ইধিকা পালও।
গত বছর বৈবাহিক জীবনে একপ্রকার ঝড় বেয়ে গিয়েছে। দুই সন্তানকে নিয়ে স্বামীর থেকে আলাদাই থাকছেন। এদিকে আবার বছরের শুরুতেই জ্বরে কাবু। তার মধ্যেও গলার স্বরে রয়েছে উচ্ছ্বাস। কারণ, সাম্প্রতিক অতীতে বাংলা সিনেমায় কাজ করলেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের সুযোগ সেভাবে আসেনি। এটা রিয়ার কাছে নিঃসন্দেহে বিগ ব্রেক। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে রিয়া গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়।
ফোনের ওপারে কণ্ঠস্বর তো চেনা দায়। গলার এই বেহাল দশার কারণ কী? রিয়া বলেন, 'রাতে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্যের শ্যুটিং ছিল। দুই বোন বৃষ্টিতে ভিজছে। ঠান্ডার মধ্যে ভিজেই জ্বর এসে গিয়েছে। এত লম্বা চুল...।' বেশ কিছুদিন অমরসঙ্গীতে রিয়ার ট্র্যাক বন্ধ রয়েছে। এর মাঝেই বাংলাদেশের ছবিতে কাজের সুযোগ কী ভাবে পেলেন রিয়া?
উত্তরে তিনি বলেন, 'প্রোডাকশনের থেকে আমার কাছে রবিবার রাতে ফোন আসে। রাত ১১ টায় আমাকে অডিশনের বিষয়বস্তু পাঠিয়েছে। আমি ১২ টায় পাঠিয়েছি। বাংলাভাষায় হলেও একটু তো আলাদা। সবটা করে ওদের পাঠিয়েছি। পাঁচদিন বাদে ফোন আসে। তখন আমার কাছে জানতে চাইল পাসপোর্ট আছে কিনা। আমার তো পাসপোর্ট ছিল না। গতকালই পেয়েছি। এত প্রতিবন্ধতার মাঝেও কাজটা ভালভাবে হয়েছে সেটাই বড় পাওনা।'
সিনেমার জন্য ধারাবাহিকের শ্যুটিংয়ে কোনও সমস্যা হবে না? রিয়া জানান, 'মিঠিঝোরার ট্র্যাক তো অনেকদিনই বন্ধ। আর গত মাসের ১৫ তারিখ থেকে অমর সঙ্গীতে নতুন হিরোইনের এন্ট্রি হয়েছে বলে আমাদের কয়েকজনের ট্র্যাক আপাতত বন্ধ আছে। তাই সিনেমার শ্যুটিং করতে অসুবিধা হচ্ছে না।' এই সিনেমায় কেমন চরিত্রে দেখা যাবে, মেগার ভিলেনের মতোই নাকি অন্যরকম?
রিয়ার জবাব, 'চরিত্রটা কীরকম সেটা না হয় সারপ্রাইজ থাক। তবে একটা গুরুত্বপূর্ণ চরিত্রেই দর্শক আমাকে দেখবে। গল্পটাও অন্যরকম।' শাকিব-ইধিকা-রিয়ার ত্রিকোণ প্রেমের গল্প বরবাদ? সঙ্গে সঙ্গে বলেন, 'না, না। আমি আর ইধিকা দুই বোন। আর ইধিকার হিরো শাকিব খান। আমি ইধিকার দিদি।' ব্যক্তিগত জীবনের প্রতিবন্ধকতা পেরিয়ে কেরিয়ারে এমন একটা সুযোগ, কাছের মানুষরা শুভেচ্ছা জানিয়েছেন?
আনন্দের সঙ্গে রিয়া বলেন, 'সবাই খুশি। বনগায় আমার একটা শো ছিল। আমার দর্শকরা এত খুশি...হাততালিতে ফেটে পড়ছিল চারদিক। এগুলো তো অবশ্যই খুব ভাল লাগে।' বরবাদে কাজের পর সিরিয়ালে আর দেখা যাবে রিয়া গঙ্গোপাধ্যায়কে?
অভিনেত্রীর সাফ জবাব, 'সিরিয়াল তো আমার শিকড়। তাই সিনেমায় সুযোগ পেয়েছি বলে সিরিয়াল ছেড়ে দেব এমনটা নয়। প্রত্যেকেই তো ভাল সুযোগের অপেক্ষায় থাকে। ভবিষ্যতে ভাল কাজের সুযোগ পেলে অবশ্যই করব।' কলকাতায় তো শ্যুটিং হচ্ছে, বাংলাদেশের শ্যুটিং সিডিউল কবে? 'বাংলাদেশের সিডিউলটা এখনও পর্যন্ত জানি না। যখন ডেট দেবে তখন যাব।'