/indian-express-bangla/media/media_files/2025/09/08/somak-2025-09-08-14-10-02.jpg)
যা যা বললেন সোমক...
বর্তমানে রেডিও শোনার মানুষ খুব কম হলেও যে মানুষগুলোকে দেখে একদল মানুষ আবার রেডিওর প্রেমে পড়েছিলেন, সেই তালিকায় যেমন মীরের নাম আসে, ঠিক তেমনই আসে RJসোমকের। এমনকি, অভিনেতা হিসেবেও তিনি অল্প অল্প করে জনপ্রিয়তা পাচ্ছেন। তবে, কিছুদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেই জানান, রেডিও জকি হিসেবে তাঁর তৎকালীন প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন তিনি। ৫ই সেপ্টেম্বর ছিল তাঁর শেষ দিন।
সোমক, জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু'তে অভিনয় করে নজর কেড়েছেন। কিন্তু, তাঁর প্রিয় রেডিও শো ছাড়ার পর থেকে মন ভাল নেই তাঁর। সোমকের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করলে, হাসির ছলেই জানান, আমারও মন খারাপ। কিন্তু, এমন ঘটনা যে ঘটতে পারে তাঁর আঁচ আগে থেকেই পাচ্ছিলেন তিনি। তাঁর ইচ্ছে ছিল না, একরকম জোর করে বা উপরমহলের কারণেই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়। তাঁর পরিচিতি ঘটে রেডিও মিরচি থেকে। পরে তিনি নয়া একটি সংস্থায় যোগ দিলে সকালের শো করার দায়িত্ব পান। তবে, আপাতত তাঁর রেডিও জীবনে স্থগিতাদেশ। তাহলে কি মিরচি ছেড়ে দিয়ে আফসোস হচ্ছে তাঁর?
Sanjay Dutt: '২টো খুন করে আমার গলার কাছে...', শিহরণ জাগানো ঘটনা, সঞ্জয় দত্ত চমকে উঠে..
সোমক সাফ বললেন, "আমার একেবারেই কোনো আফসোস ছিল না সেই সিদ্ধান্তের। তাঁর একটাই কারণ, যখন আমি ওই প্রতিষ্ঠান ছাড়ি, তাঁর নেপথ্যেও একটি ঘটনা ছিল। একটু অশান্তি-একটু ঝগড়া এবং একটু মনোমালিন্য হচ্ছিল। তবে, সেসময় যদি আমি একটু মাথা ঠাণ্ডা রাখতাম হয়তো সব ঠিক হয়ে যেতেও পারত। কিন্তু, এইখানে আসার পর আমার অনেকটা উন্নতিই হয়েছিল। কারণ, আমি এখানে আসার পরেই ইন্ডিভিসুয়াল আর্টিস্ট হিসেবে পরিচিতি পেয়েছি। শো রেকর্ড করে দিয়ে দিয়ে যেটুকু পেরেছি, রুপোলি পর্দার কাজ করেছি, সেটা এখানে না থাকলে হত না। কিন্তু, সবকিছুর তো একটা শেষ থাকে। এখানে আমি নিজের ডিজাইন করা শো করতাম সকালে। দারুণ কাজ করেছি।"
তাহলে আগামীতে? আবার কি রেডিওতে কাজ করবেন তিনি? শোনা যাবে তাঁকে? নাকি তিনি অন্যদিকে ফিরবেন? তাঁর কথায়, "আমি সবদিকে ট্রাই করতে চাই। কিছুদিনের মধ্যেই দুটো ওয়েব সিরিজে কাজ করলাম। ভেবেছি কনটেন্ট ক্রিয়েটর হলেও মন্দ হয় না। মেগা সিরিয়ালের অফার পেলেও করব। আমি সবদিকে নিজেকে এক্সপ্লোর করতে চাই। এতটা ব্যাস্ত হতে চাই, যেন রাতে ঘুম না আসে।"