/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/karan.jpg)
রণবীর সিং, করণ জোহর, আলিয়া ভাট
দিল্লিতে এখন জোরকদমে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং। প্রতিদিন সেটে শশব্যস্ত পরিচালক, অভিনেতারা। কিন্তু শুটের হাজারো ব্যস্ততার মাঝে আড্ডা-রসিকতাতে মাতছেন তাঁরা। করণ জোহরের সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই মিলবে তার প্রমাণ। শুক্রবার রাতেও তার অন্যথা হল না। শুট শেষে রাজধানীর ঠান্ডায় পার্টিতে মাতলেন 'রকি অউর রানি', থুড়ি রণবীর সিং (Ranveer Singh), আলিয়া ভাট (Alia Bhatt)। দুই তারকার সঙ্গী খোদ পরিচালক করণ জোহর (Karan Johar)।
'ফ্রাইডে নাইট'-এ 'রকি অউর রানি'র সেটের ঝলক শেয়ার করলেন করণ। ফ্যাশনেবল শীত পোশাকে রণবীর-আলিয়া। কালো জ্যাকেটের সঙ্গে কালো রোদচশমায় ক্যামেরার সামনে বাজিমাত করলেন রণবীর সিং। পাশেই আলিয়া ভাট। তারও পরনে সাদা-কালো প্রিন্টেড জ্যাকেট। তাঁদের সঙ্গেই পোজ দিয়েছেন করণ জোহর। করণের সোশ্যাল মিডিয়ায় তার ঝলক দেখে শোরগোল শুরু করেছেন অনুরাগীরা। যাতে কিনা কমেন্ট করেছেন জোয়া আখতার, সোনি রাজদান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই।
<আরও পড়ুন: ‘সূর্যবংশী’ ছবির গানে মজে দুই বিদেশি, ভিডিও শেয়ার করলেন স্বয়ং অক্ষয় কুমার>
প্রসঙ্গত, ঘোষণার পর থেকেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) সিনেমা নিয়ে উত্তেজনার অন্ত নেই। আর মূল চরিত্রে যেখানে রণবীর সিং এবং আলিয়া ভাট, সেখানে এই ছবি নিয়ে যে দর্শকদের আলাদা একটা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। নেপথ্যে পরিচালক করণ জোহর। পাঁচ বছর বাদে আবারও এই ছবির সুবাদে পরিচালকের আসনে বলছেন তিনি। তবে কাস্টিংয়েই চমক। রণবীর, আলিয়ার পাশাপাশি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনও।
দিন কয়েক আগেই সংশ্লিষ্ট সিনেমার সেট থেকে মজার ভিডিও শেয়ার করেছিলেন আরেক পরিচালক ফারহা খান। যেখানে শাবানা আজমি অভিযোগ তুলেছিলেন করণ নাকি একাই সেটের সব খাবার খেয়ে ফেলছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন