scorecardresearch

আবারও দক্ষিন বনাম বলিউড, ‘এতবছর ধরে মনোরঞ্জন করছি…!’ ভয়ঙ্কর বিরক্ত রোহিত শেট্টি

কী বলছেন সিংঘমের পরিচালক? কাদের ওপর গর্জে উঠলেন রোহিত?

আবারও দক্ষিন বনাম বলিউড, ‘এতবছর ধরে মনোরঞ্জন করছি…!’ ভয়ঙ্কর বিরক্ত রোহিত শেট্টি
বলিউডকে এগিয়ে রাখলেন রোহিত

নিজের পরবর্তী ধামাকা নিয়ে তৈরি রোহিত শেট্টি ( Rohit Shetty ) এবং রণবীর সিং ( Ranveer Singh )। চুটিয়ে প্রমোশন করছেন ‘সার্কাস’ ছবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বনাম দক্ষিণী ছবির আলোচনায় তুখোড় জবাবে মন কাড়লেন রোহিত।

শেষ দুইবছর বলিউডের পক্ষে একেবারেই ভাল সময় যায় নি। বরং দক্ষিণী ছবির সাফল্য বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। তাঁর থেকেও বড় কথা, প্যান ইন্ডিয়া এই ছবিগুলি দারুণ ব্যাবসা করেছে। সেই তুলনায় বলিউডের হাল খুব একটা ভাল নয়। বয়কট বলিউড ট্রেন্ড সম্পর্কে কারওর অজানা নয়। তবে, এবার নিজের মুখ খুললেন রোহিত।

সাক্ষাৎকারে বললেন, আমাদের সিনেমা চলছে না এটা ভুল কথা। প্যান্ডমিকের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। তবে, তাঁর মধ্যেও কাশ্মীর ফাইলস চলেছে, দৃশ্যম, গাঙ্গুবাই চলেছে। সাউথের মানুষরাও কিন্তু আলোচনা করছেন যে আমাদের ছবি চলছে না। আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যারা বড় মাপের পরিচালক তাঁরা ছবি বানাতে পারেননি। এরপরেই বোম্ব ফাটালেন রোহিত। বললেন, রাজু স্যারের কোনও সিনেমা আসেনি। বনসালি আবার হাত মিলিয়েছেন রণবীরের সঙ্গে। তারপর?

আরও পড়ুন [ বেলাগাম সৃজিতা! বিগ-বস হাউসে টিনাকে নিয়ে অশ্লীল মন্তব্য অভিনেত্রীর, রেগে আগুন নেটপাড়া ]

হাততালিতে ফেটে পড়ল গোটা হল। আবার সেই ম্যাজিকাল দুই। রণবীর এবং বনশালিএর মেলবন্ধন সুপার দুপার হিট। শুধু তাই নয়, সামনের দিনে আবার সিংঘম বানাবেন রোহিত এই ঘোষণাও করলেন। তবে মোক্ষম জবাব দিলেন, বললেন – আমাদের পাঠান রয়েছে, টাইগার থ্রি রয়েছে। এতবছর আমরা মনোরঞ্জন করলাম আর একবছর খারাপ হতেই আপনারা সঙ্গ ছেড়ে দিলেন? এরপরেই  বলিউডকে প্রশংসায় ভরালেন তিনি।

একশো বছরের বেশি সময় ধরে মানুষের কাছে বলিউড মানেই সেরার সেরা কিছু ছবি। দীর্ঘদিনের পথ চলা। রোহিতের কথায়, অমিতাভ বচ্চন, অজয় অক্ষয় এর ছবি দেখে বড় হয়েছেন। মুঘল এ আজম আমরা বানিয়েছি, শোলে আমরা বানিয়েছি। এতদিন একসঙ্গে পা মিলিয়েছি আমরা। কি করে টাইটানিককে ওড়াতে হয় আমরাও জানি। সহজ ভাষায় বলিউডকে বিরাট জায়গায় পৌঁছে দিলেন রোহিত শেঠি। যদিও বা রোহিতের প্রতিটা কথায় সঙ্গ দিয়েছেন উপস্থিত সকলেই। বলিউডকে হারানো এত সহজ না, বুঝিয়ে দিলেন পরিচালক।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rohit shetty said bollywood will be flooded with new movies one year is nothing