বিগ বসের ওয়াইল্ড কার্ড এন্ট্রি রোহিত সুচন্তি

বিগ বস ১২-র ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রোহিত সুচন্তির কথায়, তিনি এসে সম্পূর্ণ করবেন এই শো। আর সাফল্যের শীর্ষে পৌঁছবে বিগ বস। প্রতিদিন রাত নটায় কালারসে টেলিকাস্ট হচ্ছে বিগ বস ১২।

বিগ বস ১২-র ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রোহিত সুচন্তির কথায়, তিনি এসে সম্পূর্ণ করবেন এই শো। আর সাফল্যের শীর্ষে পৌঁছবে বিগ বস। প্রতিদিন রাত নটায় কালারসে টেলিকাস্ট হচ্ছে বিগ বস ১২।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিগ বস ১২র ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রোহিত সুচন্তি

বিগ বস ১২ এবার নতুন টুইস্ট দিতে প্রস্তুত। টেলিভিশনের বিতর্কিত এই শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হচ্ছেন রোহিত সুচন্তি ও বিগ বস মারাঠির বিজেতা মেঘা দান্ডে। সোমবার দুজনেই প্রবেশ করবেন বিগ বসের ঘরে। ঝিমিয়ে পড়া এই সিজনে রোমাঞ্চ আসতে পারে এবার বলেই ধারনা করছেন নির্মাতারা। ঘরে ঢোকার আগে রোহিত শুধুমাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে তাঁর গেমপ্ল্যানের বিষয়ে জানান। শোয়ে আসার জন্য যথেষ্ট উদগ্রীব তিনি। বলেন, "যেসময় থেকে আমি জানতে পেরেছি বিগ বসের ঘরে যাচ্ছি, সেদিন থেকেই ধৈর্য ধরে রাখতে পারছি না। বিশ্বাস করবেন না, গত রাত্রে ঘুমোইনি পর্যন্ত। সারাক্ষণ শোয়ের বিষয়ের চিন্তা করেছি, ভেবে গিয়েছি একবার ভেতরে চলে যাওয়ার পর থেকে কী করব আমি? আমি জানি, মাঝপথে ঢুকে কেউই জয়ী হতে পারে না। তবে আমি নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বিগ বস ১২ জিতে এই প্রথাটা ভাঙতে পারব বলেই মনে হয়।"

Advertisment

আরও পড়ুন: ‘স্টপ মেকিং সেন্স’: সার্থক ‘কফি উইথ করণের’ এই ট্যাগলাইন

প্রতিযোগীদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাইশ বছরের অভিনেতা বলেন, "প্রাথমিকভাবে আমি মনে করেছিলাম দীপক বেশ ভালই খেলছেন। ওঁর ওই বিহারী টোনটা রয়েছে, যেটা ওঁকে আলাদা করছে, মজাও লাগছে দেখতে। কিন্তু এখন মনে হচ্ছে ওঁর থেকে বেশি প্রত্যাশা করে ফেলেছিলাম। উনি খেলা নিয়ে এত গম্ভীরভাবে আলোচনা করছেন যে বিনোদনের কথা ভুলেই গিয়েছেন। দীপিকা কক্কর সত্যিই মিষ্টি একটা মানুষ। খুব অভিজ্ঞ এবং পরিণতভাবে তিনি খেলাটা খেলছেন। সুরভি রানাকে দেখেও এন্টারটেইনড হচ্ছি।" রোহিতের মতে, যাঁদের নাম তিনি করেছেন, তাঁরা ছাড়া আর কেউই তেমনভাবে বিগ বসে থাকার যোগ্য নন। যদিও শ্রীসান্থকে নিয়ে কথা বলছেন অনেকে, কিন্তু তিনি প্রাক্তন পেসারের খেলাটাই বুঝতে পারছেন না।

তবে কি বিগ বসে রোমান্সের কোনও সুযোগ আছে? জিজ্ঞেস করতেই রোহিতের উত্তর, "সেটা করতে পারলে ভালই হতো। কিন্তু ঘরের মেয়েরা প্রত্যেকে আমার থেকে বয়সে বড়। এইজন্য আমি ট্রোলড হতে চাই না। শুধুমাত্র সোমি খান রয়েছে, আশা করব তাকে পছন্দ হবে।" সলমন খানের সঙ্গে দেখা হওয়া নিয়েও উত্তেজিত অভিনেতা।

Advertisment

Read the full story in English

salman khan Bigg Boss