Rooqma Ray Look: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। একাধিক মেগায় অভিনয় করে বাঙালি দর্শকের দিল জিতে নিয়েছেন। এই মুহূর্তে অবশ্য কোনও ধারাবাহিকে কাজ করছেন না রুকমা। নষ্টনীড় ২-তে শেষ কাজ করেছেন অভিনেত্রী রুকমা রায়। তবে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। জীবনের খুশি-আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন রুকমা।
টেলি অভিনেত্রী রুকমা ঘুরতে খুবই ভালবাসেন। ভ্রমণ পিপাসু রুকমা সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ারও করেন। যে কোনও উৎসবেও গা ভাসান রুকমা। ক্রিসমাসেও সান্টার সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে উইকএন্ডে রুকমার স্টাইল স্টেটমেন্ট শীতের দুপুরে আগুন ধরাল সোশ্যাল মিডিয়ায়।
সরু ফিতের কালো নেটের পোশাকে হট অ্যান্ড বোল্ড রুকমা রায়। পোশাকের মাঝে স্বচ্ছ বক্ষবিভাজিকা। সোশ্যাল মিডিয়ায় এভাবেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন রুকমা। তাঁর হট অদায় ফিদা নেটনাগরিকরা। বাঙালি কন্যার 'উষ্ণ' লুকে তো একেবারে ক্লিন বোল্ড ভক্তরা।
স্বল্প পোশাকে বা ব্রালেটে সোশ্যালে এর আগেও হট লুকে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন রুকমা। নেটের স্বচ্ছ কালো পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। গ্ল্যামারাস লুকে রুকমার ছবিতে তো লাইক-কমেন্টের বন্যা। হ্যাশট্যাগে লেখা, 'মিডনাইট' অর্থাৎ মধ্যরাত।
ছবি আর ক্যাপশন দেখে এটা স্পষ্ট যে ক্রিসমাসের মরশুমে মাঝরাতে পার্টি মুডে ছিলেন রুকমা। প্রসঙ্গত, কলকাতায় সুনিধি চৌহনের কনসার্টে গিয়েছিলেন রুকমা। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী শ্রীতমাও। সেখানেই কালো প্যান্ট আর ব্রালেটে মাত দিয়েছেন রুকমা।
কনসার্টের রাতেও ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, শ্রীতমার সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন রুকমা। ইন্ডাস্ট্রিতেও তাঁদের বন্ধুত্বের কথা সকলেরই জানা। ধারাবাহিকে কাজ না করলেও বিভিন্ন জায়গায় শো করেন রুকমা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছিলেন।
শো করতে গিয়েছিলেন বর্ধামানে। সেখানে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানের মালিক তাঁর মন ভাল করার জন্য রুকমা অভিনীত সিরিয়াল কিরণমালা চালিয়ে দেন। যা দেখে খুব খুশি হয়েছিলেন। ইনস্টায় ভিডিও শেয়ার করে সেই আনন্দটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কিরণমালা খ্যাত রুকমা রায়।