সামনেই অস্কার দৌঁড়। গোটা দেশ তাকিয়ে রাজামৌলির RRR-এর দিকে তাকিয়ে। শেষ চারে উঠেছে। তবে দেশের মাথায় কি অস্কার-মুকুট পরাতে পারবে দক্ষিণী এই ছবি? টেনশন, উত্তেজনায় বিনিদ্র রজনী কাটাচ্ছে গোটা RRR টিম। দক্ষিণী সুপারস্টার রামচরণও কম যান না। যেন ধনুক ভাঙা পন করেছেন!
অস্কার না জেতা অবধি খালি পায়েই হাঁটবেন রামচরণ। মুম্বই বিমানবন্দরেও তার অন্যথা হল না। খালি পায়ে প্লেনে উঠে মার্কিন মুলুকের উদ্দেশে যাত্রা করলেন RRR অভিনেতা। মঙ্গলবার সকালে হায়দরাবাদের বিমানবন্দরে শোরগোল! দক্ষিণী মেগাস্টার হয়েও কিনা খালি পায়ে হাঁটছেন রামচরণ। দেখে যেন বিশ্বাস-ই করতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। আর খালিপায়েই মার্কিন মুলুকের উদ্দেশে বিমানসফর রামচরণের। কেন?
আসলে, RRR-এর জন্য কেরালার শবরীমালা মন্দিরে মানত রেখেছেন রামচরণ। রীতি অনুযায়ী, আয়াপ্পা দীক্ষা পালন করতে হয়। মন্দিরে যাওয়ার ৪৮ দিন আগে থেকে কঠোর নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। উপোস তো আছেই। তামসিক জীবনযাপন ছেড়ে মেঝেতে মাদুর পেতে শোয়া। এমনকী, খালি পায়েও হাঁটতে হয়। পরতে হয় কালো পোশাক। হায়দরাবাদ বিমানবন্দরে এদিন রামচরণকেও দেখা গেল কালো পাজামা-কুর্তাতে।
<আরও পড়ুন: ‘নেপো মাফিয়া’! রণবীর-আলিয়া ‘দাদাসাহেব’ পেতেই হিংসেয় জ্বলে-পুড়ে বিস্ফোরক কঙ্গনা>
প্রসঙ্গত, বক্সঅফিসে RRR-এর গগনচুম্বী সাফল্যের পরও শবরীমালা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন রামচরণ। হাতনাতে ফলও পেয়েছেন বিশ্বজুড়ে রমরমিয়ে ব্যবসা করেছে এই সিনেমা। জিতেছে গোল্ডেন গ্লোবস পুরস্কারও। এবার অস্কার দৌঁড়েও জেতার প্রত্যাশা আরও বেড়েছে। আর সেই প্রেক্ষিতেই এবারও আয়াপ্পা দীক্ষা পালন করছেন রামচরণ। অস্কার জিতলেই মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবেন।