Rubel And Shweta Gaye Holud: ছোট পর্দার পাওয়ার কাপল রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যর বাড়িতে এখন বিয়ের মরশুম। কয়েক ঘণ্টা পরই ছাদনাতলায় তবে রুবেল-শ্বেতার শুভদৃষ্টি। তারপর সাত পাকের বন্ধনে বাঁধা পরবেন দুজনে। বিয়ের আগের দিন মায়ের বাড়ির আইবুড়োভাত থেকে মেহেন্দির অনুষ্ঠানের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তাঁদের কাছের বন্ধু রুদ্র সাহা।
বিয়ের দিন গায়ে হলুদ বা অধিবাসে শ্বেতা-রুবেলকে দেখার অপেক্ষায় ভক্তরা। ছোট পর্দার শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্যের গায়ে হলুদের ছবি শেয়ার করলেন তনুশ্রী। লাল-হলুদ কম্বিনেশনের শাড়ি, মাথায় মুকুট,কপালে ছোট্ট লাল টিপ আর ফুলের সাজে শ্বেতার দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। শাঁখা-পলা আর হাতে সিঁদুর কৌটো নিয়ে নবরূপে রুবেল কি দুলহানিয়া শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে গায়ে হলুদে জমিয়ে নাচলেন 'গ্রুম টু বি' রুবেল দাস।
ফ্যানেরা নতুন জীবনের জন্য ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দুজনকে। একসঙ্গে জমিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন রুবেল-শ্বেতা। তার আগে আশীর্বাদ পর্ব থেকে প্রি-ওয়েডিং ফটোশ্যুটে মাত দিয়েছেন লাভবার্ডস। এবার সেই ১৯ জানুয়ারি, রুবেল-শ্বেতার জীবনে এল সেই বহুপ্রতিক্ষীত মুহূর্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে শ্বেতা বলেছিলেন, তাঁরা কখনও লিভ-ইন সম্পর্কে থাকেননি। তাই বিয়েটা তাঁদের কাছে একটা আলাদা অনুভূতি। দুজনের একসঙ্গে এক ছাদের নীচে থাকা শুরু হবে।
/indian-express-bangla/media/post_attachments/6f30e7ce-ac0.jpg)
১৮ জানুয়ারি শনিবার মায়ের কাছে আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেতা। রবিবাসরীয় সকালে মেহেন্দি রাঙানো হাতের ভিডিও পোস্ট করলেন হবু দম্পতির কাছের বন্ধু ও স্টাইলিস্ট রুদ্র সাহা। প্রসঙ্গত, যমুনা ঢাকি ধারিবাহিকে রুবেলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা। ওই সিরিয়ালের সেটেই শুরু প্রেমলীলা। রিলের বিয়ে এবার রিয়েলে। কনের সাজে শ্বেতাকে দেখার অপেক্ষায় ফ্যানেরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে শ্বেতা বলেছিলেন, বিয়ের দিন সাবেক সাজেই তাঁকে দেখা যাবে। এখন তো শুধু কাউন্টডাউনের সময়। কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। এই মুহূর্তে নিম ফুলের মধু ধারাবাহিকে কাজ করছেন রুবেল আর শ্বেতা রয়েছেন কোন গোপনে মন ভেসেছে-তে।
বিয়ে উপলক্ষে আপাতত কয়েকদিনের ছুটি। বিবাহ অভিযান মিটিয়ে আবার কাজে ফিরবেন হবু দম্পতি। বিয়ের পর ঘরে-বাইরে একসঙ্গে সামলাতে পারবেন শ্বেতা? ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আজকের দিন দুজনের কাজ করাটা জরুরি। আর তাঁর পেশা শ্বশুরবাড়ির প্রত্যেকে জানেন। তাই ঘরে-বাইরে সামলাতে সমস্যা হবে না বলেই আশাবাদী রুবেলের হবু ঘরণী।