Advertisment
Presenting Partner
Desktop GIF

Rubel Das: মাথায় টোপর-গলায় গাঁদার মালা, বরবেশে নিম ফুলের মধু-র সেটে রুবেলের জমজমাট আইবুড়ো ভাত

Rubel Das Aiburo Bhaat: নিম ফুলের মধু-র সেটে আইবুড়ো ভাত খেলেন রুবেল দাস। সকলের সঙ্গে হাসি মুখে পোজ দিয়ে ছবিও তুললেন ছোট পর্দার সৃজন।

author-image
Kasturi Kundu
New Update
Sweta Bhattacharya and Rubel Das, Rubel Das and Sweta Bhattacharya, Rubel and Sweta engagement, Rubel and Sweta serial, Rubel Das and Sweta Bhattacharya love story, Rubel Sweta wedding, Rubel Sweta Aiburo bhaat, neem phooler madhu, neem phooler madhu serial,

বরবেশে নিম ফুলের মধু-র সেটে রুবেলের জমজমাট আইবুড়ো ভাত

Rubel Das Aiburo Bhaat At Neem Phooler Madhu: কাউন্টডাউন শুরু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই মিস টু মিসেস হচ্ছেন ছোট পর্দার শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য। তার আগে চলছে আইবুড়ো ভাত পর্ব। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছেন হবু দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। কোন গোপনে মন ভেসেছে-র সেটে অনেকদিন আগেই আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেতা।

Advertisment

এবার নিম ফুলের মধুর সেটেও হল সৃজন ওরফে রুবেল দাসের আইবুড়ো ভাত। মাথায় মুকুট পরে বরবেশে আইবুড়ো খেলেন হবু 'দুলহে রাজা'। সেই আনন্দ সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন সৃজনের বড় বউদি অর্থাৎ তনুশ্রী গোস্বামী। 

Advertisment

নিম ফুলের মধুর সেটে মাথায় মুকুট, গলায় গাঁদার মালা পরেছেন রুবেল। আর সামনে থালায় সাজানো রকমারি পদ। ভাত থেকে পোলাও, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি সবই রয়েছে আইবুড়ো ভাতের মেনুতে। থালার চারপাশ আবার গোলাপ দিয়ে সাজানো।

সহকর্মীদের সঙ্গে বরবেশে হাসি মুখে আইবুড়ো খেলেন আর পোজ দিয়ে ছবিও তুললেন রুবেল। উল্লেখ্য, শ্বেতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও রুবেল খুব একটা পোস্ট শেয়ার করছেন না। শ্বেতার সঙ্গে কাটানো মুহূর্তগুলোই বিশেষত পোস্ট করেন অভিনেতা। ৩১ ডিসেম্বরের রঙিন মুহূর্তগুলো রয়েছে রুবেলের সোশ্যাল মিডিয়ায়। 

বান্ধবী অঙ্কুশ্রীর বাড়িতে কেমন আইবুড়ো ভাত খেলেন দুজনে সেই ছবিও শেয়ার করেছেন শ্বেতা। এছাড়াও ভাইয়ের বাড়ির আইবুড়ো ভাত, রক্তের সম্পর্ক না হয়েও এক দিদির বাড়িতে আদর-যত্ন করে আইবুড়ো ভাত খাওয়ার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এভাবেই বিয়ের আগে কাজ-খাওয়াদাওয়ায় মজে রুবেল-শ্বেতা। প্রিওয়েডিং ফটোশ্যুটেও মাত দিয়েছেন লাভবার্ডস। 

আদরে -সোহাগে একে অপরের ভালবাসায় বুঁদ তারকা কাপল। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবতেই মাত দিয়েছেন শ্বেতা। অন্যদিকে পঞ্জাবিতে পারফেক্ট দেশি লুক রুবেলের। ফটোশ্যুটের সেই সুন্দর মুহূর্ত পোস্ট করে শ্বেতা-রুবেল দুজনেই ক্যাপশনে লিখেছিলেন, 'সেই দিনটার অপেক্ষায় রয়েছি যতক্ষণ পর্যন্ত একসঙ্গে পথ চলা শুরু করছি। দুটি হৃদয়ের একটাই জার্নি।' 

Bengali Serial Bengali serial TRP Bengali Actor Rubel das Bengali Actress
Advertisment