Advertisment

শাড়ি-টিপ পরে 'শাশুড়ি' সাজলেন রুদ্রনীল, করলেন রান্নাও! নেটিজেনদের প্রশ্ন, 'হচ্ছেটা কি?'

পাশেই ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আরেক টলিউড অভিনেতা। দেখুন তো চিনতে পারেন কিনা?

author-image
Sandipta Bhanja
New Update
Rudranil Ghosh, Rudranil Ghosh in cookery show, Pratik Sen, রুদ্রনীল ঘোষ, প্রতীক সেন, শাড়ি পরে রুদ্রনীল, bengali news today

রুদ্রনীল ঘোষ

শাড়ি-টিপ পরে 'শাশুড়ি' সেজেছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। হাতা-খুন্তি নেড়ে করছেন রান্নাও। আবার শাঁখে ফুঁ দিতেও ভুললেন না অভিনেতা। এই ছবি দেখে তো হতবাক নেটিজেনরা! প্রশ্ন ছুঁড়েছেন- "আরে হচ্ছেটা কী?"

Advertisment

বিধানসভা ভোটে হারের পর আবারও সেটে ফিরেছেন অভিনেতা। তবে এবার একেবারে রসিক মেজাজে দেখা গেল রুদ্রনীলকে। শাড়ি পরে প্রকৃতির কোলে একেবারে খোলা আকাশের নিচেই সবজি-পাতি সাজিয়ে রান্না করতে বসেছেন তিনি। শাড়ি পরে কোনও বাঁধো-বাঁধো ভাব নেই। স্মার্টলি শঙ্খেও ফুঁ দিলেন। কিন্তু কোন কর্মকাণ্ডের দৃশ্য এটা? আসলে এই গোটা বিষয়টাই টলিউড প্রযোজক রানা সরকারের মস্তিষ্কপ্রসূত। তাঁর এক রান্নার শোয়ের জন্যই শাশুড়ি অবতার ধরেছেন রুদ্রনীল।

তবে শুধু রুদ্রনীল একাই নন, তাঁর পাশে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন আরেক টলিউড অভিনেতাও। পরনে গোলাপি শাড়ি। কপালে লাল টিপ। মাথায় ঘোমটা। যার ভিতর থেকে উঁকি দিচ্ছে 'সুপুরুষ' মোটা গোঁফ। কিন্তু চোখেমুখে বাড়ির নতুন বউমার মতো লাজেরাঙা হাবভাব। একঝলকে তাঁকে দেখে চেনাই দায়! ইনি হচ্ছেন প্রতীক সেন (Pratik Sen)।

রুদ্রনীল শাশুড়ি আর তাঁর বউমা প্রতীক সেন। রান্নার অনুষ্ঠানে এহেন অবতারেই দেখা যাবে টলিউডের দুই অভিনেতাকে। সেট থেকেই ছবি শেয়ার করলেন প্রযোজক রানা সরকার। যা দেখে নেটদুনিয়ার পেটে খিল ধরেছে হাসতে হাসতে।

<আরও পড়ুন: ছাদনাতলায় লিঙ্গবৈষম্য বিরোধী বার্তা! একে-অপরকে সিঁদুর পরালেন রাজকুমার-পত্রলেখা, দেখুন>

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে, ওয়েব প্ল্যাটফর্মের জন্য এক মজার রান্নার শো নিয়ে আসতে চলেছেন রানা সরকার। নাম ভজহরি রান্না (Bhajahari Ranna)। যেখানে সিনেইন্ডাস্ট্রি, খেলার ময়দান থেকে রাজনৈতিক নেতা-মন্ত্রীরাও একেক দিন একেকজন থাকবেন অতিথি তালিকায়। এই রান্নার অনুষ্ঠানের কনসেপ্ট একেবারে গতে বাঁধা নয়। খানিক আলাদা। চিরাচরিত প্রথা মেনে স্টুডিওর চার দেওয়ালে নয়, বরং প্রকৃতির কোলে একেবারে খোলা আকাশের নিচেই শুট হবে।

অতিথিরা নিজের পছন্দমতো রান্না করতে পারবেন। কিংবা সেই রেসিপির সঙ্গে জড়িত তাঁর কোনও বিশেষ স্মৃতির কথা শেয়ার করবেন। আড্ডা, গল্পের পাশাপাশি কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়াও হবে। প্রযোজকের আশ্বাস, প্রতিটা পর্বেই নানা চমক থাকবে। তবে শাশুড়ি-বউমা রুদ্রনীল আর প্রতীক কী রাঁধলেন? সেটা অবশ্য নির্দিষ্ট সময়েই জানা যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Rudranil Ghosh Pratik Sen Rana Sarkar
Advertisment