সিনেমার সংলাপ নিয়ে মিম তৈরির চলটা বঙ্গে নতুন হলেও তা নিয়ে বিতর্ক কম হয়না। সিনেমার তারকা থেকে খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই বাদ যাননা সোশালের মিমের কোপ থেকে। সৃজিত মুখোপাধ্যায় এই ট্রেন্ডে টলিউডের বেশ চর্চিত নাম। সম্প্রতি তাঁরই ছবির একটি সংলাপ নিয়ে নেটপাড়া মেতেছে মিম উৎসবে। সেখানেই একটি পেজে এরকম মিম দেখে প্রতিবাদ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীলের ভিঞ্চি দা ছবির একটি সংলাপ রয়েছে ''আপনি ধরতে পারবেন না!'' সেই সংলাপকে নিয়ে নানা মিম কনটেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সোশাল দেওয়ালে। এরকমই একটি মিম দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন অভিনেতা। নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন- ''মজার একটা লিমিট থাকে! সেটা টপকালে মুশকিল! এই কুরুচির রাজনৈতিক পোস্টের তীব্র বিরোধিতা করছি! মিম মানেটা পালটে দিও না কেউ! please!!!''
আরও পড়ুন, কীভাবে এগিয়েছে রাজের ‘পরিণীতা’-র গল্প?
মিমে দেখা গিয়েছে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের ছবি। সেখানে লেখা ''দুজনের মধ্যে কে বেশি মূর্খ'', আর নীচে রুদ্রনীলের 'ভিঞ্চিদা'র ছবি দিয়ে, ছবির সংলাপ ''আপনি ধরতে পারবেনা না।'' শুধু তাই নয়, এই মিমটি শেয়ার করা হয়েছে 'মা মাটি মানুষ'- নামের একটি পেজ থেকে। আর এই মিম দেখেই বিরক্ত হয়ে নিজের ফেসবুক পেজে প্রতিবাদ জানান রুদ্রনীল ঘোষ।