Advertisment

Rudranil Ghosh: 'চুপ থাকলেই হয়তো রাজ আমায় নিয়ে..', ফের 'ঠোঁটকাটা' রুদ্রনীল! বাড়ালেন উত্তাপ…

এক থালায় ভাত খেয়েও আজ সদ্ভাব নেই? রাজের প্রসঙ্গ টেনেই রুদ্র বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rudranil ghosh, raj chakraborty

Rudra-raj: বিবাদ বাড়ছে দুই বন্ধুর মধ্যে?

Rudranil - Raj: ঠোঁটকাটা স্বভাবের জন্য রুদ্রনীল সবসময় আলোচনায় থাকেন। অভিনেতা হিসেবে হোক কিংবা রাজনীতিবিদ হিসেবে, তিনি সত্যি কথা বলতে পিছপা হননা। এবার সাফ জানালেন বন্ধু পরিচালকদের প্রসঙ্গে…

Advertisment

একসময় টলিপাড়ার নাআন ছবিতে তাঁকে দেখা যেত। কিন্তু, এখন সেই সংখ্যা অনেক কম। তাঁর কারণ হিসেবে অবশ্য রাজনৈতিক বিষয়কেও ইঙ্গিত দেওয়া যায়। আর এবার রুদ্র ( Rudranil Ghosh ), সাফ জানিয়ে দিলেন বন্ধু রাজ এবং পরিচালক রাজের ( Raj Chakraborty ) মধ্যে পার্থক্য আসলে কোথায়।

শুরুর দিন থেকে রাজ তাঁর বন্ধু ছিলেন। একই থালায় খাওয়াদাওয়া থেকে একসঙ্গে থাকা, সবটাই হত তাঁদের মধ্যে। তবে, সৃজিতের সঙ্গে তাঁর একটা পার্থক্য রয়েছে। রুদ্র জানালেন, কেন! ঠিক কী কারণে রাজের সঙ্গে তাঁকে আর কাজ করতে দেখা যায় না। অভিনেতার কথায়, ২০২১ সালের পর রাজের সঙ্গে সেভাবে কাজ করা হয়নি। ও আমায় বলত যে কেন বেশি কথা বলিস? চুপ কর। বেশি বললে অসুবিধা হবে। আমায় নিয়ে ও অনেকগুলো কাজ করতে চাইত। কিন্তু পারেনি। এবং তার একটাই কারণ ও একটি দলের বিধায়ক।

আরও পড়ুন - Subhashree-Yaalini: আর দেরি নয়, মেয়ে ইয়ালিনির স্টাইল প্রকাশ্যে দেখালেন শুভশ্রী

নিজের মুখ বন্ধের বিষয়েও তিনি নানা কথা বললেন। তবে প্রশংসা না করে পারলেন না সৃজিত মুখোপাধ্যায়ের। পরিচালকের সঙ্গে বছর এক আগেও তিনি কাজ করেছেন। সেই প্রসঙ্গেই বড় কথা বলে ফেলেছেন তিনি। বললেন, আমায় আমার বন্ধু পরিচালকরা কাজ দিতে পারেননি। কিন্তু সৃজিত দিয়েছিল। হয়তো, সেই কারণেই যেভাবে সৃজিত ( Srijit Mukherjee ) হাঁসখালি নিয়ে প্রতিবাদ করেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে। সেই জন্যই পেরেছিল আমায় নিয়ে কাজ করতে।

প্রসঙ্গত, অভিনেতা সিনেমা এবং রাজনীতি পাশাপাশি সামলে চলেছেন। নিজের লেখার মাধ্যমেও তিনি ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে, তাঁকে দেখা যাবে অজয় দেবগণের ময়দান ছবিতে।

tollywood Rudranil Ghosh Raj Chakraborty Entertainment News
Advertisment