দেব এবং শুভশ্রী ভক্তদের জন্য এবছর বিরাট ব্যাপার। কেন? কারণ, ধূমকেতু রিলিজ করছে ১৪ তারিখ। এবং বহুবছর পর অপেক্ষার যেন অবসান ঘটেছে। আবারও সেই জনপ্রিয় জুটি আসছে সিলভার স্ক্রিনে। ফলে, উন্মাদনা তুঙ্গে। এবং খেয়াল করলে দেখা যাবে, ট্রেলার লঞ্চ নিয়েই বড় কথা ঘোষণা করেছেন দেব। তিনি এবং শুভশ্রী হয়তো বা ট্রেলার লঞ্চ উপলক্ষে একসঙ্গে থাকতে পারেন। বাকি সমস্ত ঘটনা তাঁরা পরে বলবেন বলেই জানিয়েছেন।
দেব এবং শুভশ্রী তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেই সকলের মনোযোগ আকর্ষণ করেছিলেন। এবং, তাঁদের সেই জুটিকে বেশ মিশ করেছেন ভক্তরা। শুধু মিস বললে ভুল হবে, বরং তাঁরা দারুণ মনেও রেখেছেন তাঁদের। এমনকি, বারবার এটাই চেয়েছেন তাঁদের যেন একসঙ্গে একই সিনেমায় আবার দেখা যায়। এমনকি, এই ছবির যখন প্রমোশন করছেন তাঁরা, তাঁদেরকে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু, বারবার জানিয়েছেন ভাল কোনও স্ক্রীপ্ট থাকলে তাঁরা আবারও একসঙ্গে কাজ করবেন। আর এবার রুক্মিণী কী বললেন এই ছবি নিয়ে? খেয়াল করলে দেখা যাবে, যদিও বা দেব নিজে থেকেই শুভশ্রীকে নিয়ে দারুণ দারুণ কথা বলেছেন।
Sanghasri Sinha: 'আমাকে হট মনে হয়েছে বলেই তো ও বিয়ে করেছে', সাহসী ফটোশুট প্রসঙ্গে সোজাসাপটা সঙ্ঘশ্রী
দুজনের প্রায় নয় বছর আগের ছবি, এতবছর পর রিলিজ করছে দেখে ভক্তদের আনন্দের শেষ নেই। কিন্তু, তাঁদের একসঙ্গে খুঁজছেন বেশিরভাগ। আর গতকাল দেব একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে, তাঁকে দেখা গিয়েছিল বান্ধবী রুক্মিণীকে সঙ্গে নিয়েই তিনি ধূমকেতুর গানে লিপ মিলিয়েছেন। তারপর? গতকাল একটি পুজো মণ্ডপের খুঁটি পুজোয় গিয়েছিলেন রুক্মিণী এবং দেব। সেখানে এবছরের থিম বিনোদিনী। আর সেখানেই ধূমকেতু নিয়ে রুক্মিণী যা শোনালেন..
"আমি ওই সময়টায় দেবকে দেখেছি। শেষ ৯টা বছর দেব যেভাবে খেটেছে। আমি চাই ছবিটা দারুণ সফল হোক। এই নয় বছরের অপেক্ষায়, আমি যদি সত্যি কথা বলি, তাহলে বলতেই হবে প্রতিটা দিন ওর মধ্যে সেই ইচ্ছেটা দেখেছি যে ছবিটা যাতে রিলিজ করে। ও খুব চেষ্টা করেছে যাতে ছবিটা রিলিজ করতে পারে। এতবছর পর যে অপেক্ষার অবসান হয়েছে, আমার এটা ভেবেই ভাল লাগছে। এটা ছবি না, একটা ইমোশন হয়ে উঠেছে। আমার মনে হয়, এবছর পুজো দেবের জন্য আগে এল।"
প্রসঙ্গে, খেয়াল করলে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে রুক্মিণী কোনও মন্তব্যই করেননি। বরং, দর্শকরা এতে বেশ ক্ষুব্ধ। এবং তাঁরা এমনটাই বলছেন, ইচ্ছে করেই নাকি রুক্মিণী শুভশ্রীর প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। সত্যিই কি তাই?