RUKMINI MAITRA: 'অবশেষে বাড়ি ফিরলাম...', হাসপাতাল থেকে ফিরেই ছবির প্রচারে 'বিনোদিনী' রুক্মিনী

Rukmini Health: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই দিলেন অভিনেত্রী। বাড়ি ফিরেই ছবির প্রচারে পর্দার বিনোদিনী।

Rukmini Health: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই দিলেন অভিনেত্রী। বাড়ি ফিরেই ছবির প্রচারে পর্দার বিনোদিনী।

author-image
Kasturi Kundu
New Update
rukmini on hati hati pa pa

হাসপাতাল থেকে ফিরেই ছবির প্রচারে 'বিনোদিনী' রুক্মিনী

Rukmini Health Update:রুক্মিনী মৈত্রর অনুরাগীদের জন্য সুখবর। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া মারফৎ সেই খবর জানালেন পর্দার বিনোদিনী। বাড়ি ফিরে অভিনেত্রী লিখলেন, 'অবশেষে বাড়ি ফিরলাম। এখন বিশ্রামে আছি। যাঁরা আমার খোঁজ নিয়েছেন, আমার খেয়াল রেখেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি খুব তাড়াতাড়ি কাজে ফিরব। এই পৃথিবীটা আমার কাছে কত মূল্যবান...।'

Advertisment

Advertisment

হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবর দেওয়ার পাশাপাশি নটী বিনোদিনীর প্রচারও সেরে ফেললেন। রুক্মিনী লিখছেন, 'আমি যখন R শব্দ দিয়ে   Recovery অর্থাৎ সুস্থ হতে চাইছি তখন আপনারা B-দিয়ে বিনোদিনীতে ফোকাস করুন।' ৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানান পর্দার 'নটী'। হাতে স্যালাইনের নল লাগিয়ে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন রুক্মিনী। হাসপাতাল থেকে ছবি পোস্ট করে লিখেছিলেন, 'হাল ছাড়ছি না। লড়াই করছি'।

অসুস্থার খবরে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা। অভিনেত্রীর দ্রুত কামনা করেন। এখন বাড়ি ফেরার খবরে স্বস্তিতে রুক্মিনীর অনুরাগীরা। সম্প্রতি 'খাদান'-এর ৫০ দিনের সাফল্য উদযাপনের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুক্মিণী। সেই দিন অনুষ্ঠানে কিছুটা দেরি করেই আসেন অভিনেত্রী। তখনই তিনি জ্বরে ভুগছিলেন। 

শনিবার রাতে রুক্মিনী সোশ্যাল মিডিয়ায় শারীরিক অসুস্থতার কথা শেয়ার করেন। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি করানো হয় রুক্মিনীকে। তাঁর শেষ ছবি বিনোদিনী: একটি নটীর উপাখ্যানের পরিচালক রামকমল মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় রুক্মিনীর ছবি শেয়ার করে তাঁর মনোবল বৃদ্ধি করেন।

তিনি লেখেন, 'রুক্মিণী তুমি এক জন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, এই জেদটা কোনও দিন ছাড়িস নে'। বক্স অফিসে বেশ ভাল সাড়া ফেলেছে ছবিটি। এখন অপেক্ষা পুরোপুরি সুস্থ হয়ে কবে কাজে যোগ দেন টলি কুইন রুক্মিনী মৈত্র। 

Bengali Cinema Bengali Actress Bengali Film Rukmini Maitra Bengali Film Industry