প্রথমবার বলিউড ছবিতে অভিনয়। আর সেই সিনেমা-ই কিনা মুক্তি পাচ্ছে পুজোর সময়। অতঃপর বাঙালি হিসেবে এটা যে উপরি-পাওনা, তা বলাই যায়। উচ্ছ্বসিত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। বর্তমানে সপ্তম স্বর্গে। আজ্ঞে হ্যাঁ, দর্শকদের জন্য পুজোতে যদি জোড়া সিনেমার চমক থাকে দেবের তরফে, তবে বান্ধবী রুক্মিণীও পিছিয়ে নেই। অভিনেত্রীর বলিউড ডেবিউ ছবি 'সনক' (Sanak) রিলিজ করবে পুজোর সময়েই। নায়িকা নিজেই জানান দিলেন সেকথা। দর্শকদের কাছে তাঁর আর্জি, 'ক্যালেন্ডারে দাগ দিয়ে ডেট ফাঁকা রাখুন।'
রুক্মিণী মৈত্রর প্রথম বলিউড সিনেমা 'সনক: হোপ আন্ডার সিজ'। বিপরীতে বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। বছরের গোড়ার দিকেই এই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। এবার মুক্তির দিনক্ষনও প্রকাশ্যে এল। বিদ্যুৎ যখন রয়েছেন, তখন এই সিনেমায় যে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকবে, তা বলাই বাহুল্য। পরিচালকের আসনে রয়েছেন কণিষ্ক শর্মা। প্রযোজনা করছেন বিপুল শাহ।
‘সনক’ আদতে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা। যার সঙ্গে গল্পে প্রেম-রোম্যান্স-আবেগের মতো উপকরণও থাকছে। সদ্য মুক্তিপ্রাপ্ত পোস্টারে বিদ্যুৎকে দেখা গিয়েছে পুরোদস্তুর অ্যাকশন মোডে। একহাতে ধরে রয়েছেন তোয়ালে মোড়া সদ্যোজাতকে, আরেক হাতে ধরা ডাকসাইটে বন্দুক। চেহারায় কাটা-ছেঁড়া রক্তারক্তি প্রকট।
<আরও পড়ুন: হট সিটে পঙ্কজ-প্রতীক গান্ধি, আজব প্রশ্ন ধেয়ে এল অমিতাভের দিকে, ‘হাঁ’ বিগ বি>
প্রসঙ্গত, পুজো-রিলিজ নিয়ে মুখিয়ে থাকেন বাঙালি সিনেদর্শকরা। পুজোয় খানা-পিনা, আড্ডার পাশাপাশি তালিকায় থাকে সিনেমা দেখার বিষয়টিও। আর সেখানেই বাংলা ছবির পাশাপাশি তালিকার নয়া সংযোজন 'বঙ্গসুন্দরী' রুক্মিণী মৈত্রর 'সনক'। কবে মুক্তি পাচ্ছে? ১৫ অক্টোবর দশেরার দিন ডিজনি প্লাস হটস্টার-এ মুক্তি পাবে 'সনক'। আর ১০ অক্টোবর পঞ্চমীতে অভিনেতা-প্রযোজক দেবের জোড়া চমক হিসেবে রিলিজ করছে 'গোলোন্দাজ' এবং 'হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী'।
'সনক' বিগ বাজেট ছবি। বেশ কয়েকটা ঝাঁ-চকচকে লোকেশনে শুট হয়েছে। বিপুল-বিদ্যুতের জুটি শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন যে, এই সিনেমা ‘কম্যান্ডো’র সিক্যুয়েল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতারা। তাঁদের কথায়, ‘সনক’ একেবারে নতুন গল্প। রুক্মিণী মৈত্র, বিদ্যুৎ জামওয়াল ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেহা ধুপিয়া, চন্দন রায় সান্যালের মতো অভিনেতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন