/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/lead-67.jpg)
সুস্মিতা সেনের ছবি ইনস্টাগ্রাম থেকে
Susmita Sen weddding rumour: গত বছরেই প্রকাশ্যে এসেছিল সুস্মিতা সেন ও রহমান শলের সম্পর্কের বিষয়টি। সুস্মিতা নিজেই সোশাল মিডিয়া মারফত জানিয়েছিলেন সেই কথা। এবার জোরদার হল বিয়ে নিয়ে গুঞ্জন। সম্ভবত এই বছরেই বিয়ে করছেন তাঁরা।
ভোগ-এর একটি প্রতিবেদন অনুযায়ী, রহমান ইতিমধ্যেই সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং সানন্দে তা গ্রহণও করেছেন সুস্মিতা। এর পরেই সম্ভাব্য বিয়ের সময় ও তারিখ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। একাধিক বলিউড গসিপ পত্রিকার বক্তব্য, এই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরে বিয়ে করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
আরও পড়ুন: বাঙালি অভিনেত্রী কিন্তু নাম করেছেন দক্ষিণী ছবিতে, পর্ব ১
কিছুদিন আগেই ভায়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন সুস্মিতা। এমন শোনা গিয়েছিল যে ভায়ের বিয়ের পরেই নিজের জীবনের বড় সিদ্ধান্তটি নিতে চলেছেন তিনি। ওদিকে সম্প্রতি রহমান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমন কিছু কথা লেখেন যাতে একটু ঘাবড়েই গিয়েছিলেন সুস্মিতার ফ্যান ফলোয়াররা। সম্পর্কে যে কিছু একটা ওঠাপড়া চলছে, এমনটা বেশ বোঝা গিয়েছিল।
কিন্তু ভোগ-এর সাম্প্রতিক প্রতিবেদন যদি সত্যি হয়, তবে ধরে নিতেই হবে যে দুজনের মধ্যে কোনও মনোমালিন্য থাকলে তা কেটে গিয়েছে। সুস্মিতা ও রহমানের বয়সের ফারাক বিস্তর। আর সম্পর্কের ক্ষেত্রে বয়সে ছোট পুরুষ ভারতীয় সমাজ খুব একটা ভাল চোখে দেখে না।
আরও পড়ুন: ছবির নাম হোক ‘অবতার’, আমিই বলেছিলাম ক্যামেরনকে: গোবিন্দা
বলিউডের অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই ট্যাবু ভেঙেছেন। যদিও তাঁকে আর এখন ঠিক বলিউড অভিনেত্রী বলা যায় না। গত বছর নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে সু্স্মিতা সেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালেন যে সময় বদলাচ্ছে, সম্পর্ক নিয়ে ভারতীয় মেয়েদের একাধিক সংস্কারও ক্রমশ মিলিয়ে যাচ্ছে।
সুস্মিতা একজন সিঙ্গল মাদার। তাঁর জীবনের সঙ্গে তাঁর মেয়ে রেনে ও আলিশার জীবনও জড়িয়ে রয়েছে। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন, যদি না এই ব্যাপারে তাঁর মেয়েদের মত থাকে। গত বছর রহমানের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছিলেন সুস্মিতা, সেই ছবিতে ছিলেন রেনে ও আলিশাও।
অর্থাৎ মায়ের নতুন সম্পর্ক নিয়ে যে মেয়েদের কোনও আপত্তি নেই, তা এক প্রকার স্পষ্ট। এবার সব ঝক্কি কাটিয়ে চার হাত এক হওয়ার অপেক্ষা। গুঞ্জন যখন বেশ জোরদার হয়েছে, তখন এই বছরেই যে বিয়ে, সেটা প্রায় নিশ্চিত বলা যায়।