Advertisment

Ritabhari Chakraborty: 'ভুল মানুষকে বিয়ে করতে চাই না', তথাগতর সঙ্গে ব্রেক-আপ ঋতাভরীর, নতুন সম্পর্কে অভিনেত্রী?

Ritabhari Breakup: বেশ কয়েক বছরের প্রেম ভাঙল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। নয়া ছবির প্রমোশনে এসে সম্পর্ক ভাঙার কথা স্বীকার করেন অভিনেত্রী। ডাক্তার প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করছেন না ঋতাভরী।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Ritabhari-Tathagata Breakup: ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্রেক-আপ ঋতাভরী চক্রবর্তীর

Ritabhari-Tathagata Breakup: ঋতাভরী-তথাগতর ব্রেক-আপের খবরে শোরগোল

Ritabhari-Tathagata Breakup: এবার পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার বহু প্রতীক্ষীত ছবি 'বহুরূপী'। সেই ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে, আবীর চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। ছবিতে আবীর-ঋতাভরীর বেশ কিছু প্রেমের দৃশ্য রয়েছে। এর আগেও 'ফাটাফাটি' ছবিতে দুজনের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে ধরেছিল। এবারও সেরকমই কিছু দেখা যাবে ছবিতে। কিন্তু পর্দার প্রেম চুটিয়ে চললেও ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে আর নেই ঋতাভরী।

Advertisment

ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম নাকি ভেঙেছে, এমনই গুঞ্জন-ফিসফাস চলছিল টলিউডে। এবার তা নিজের মুখেই স্বীকার করে নিলেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে ছবির প্রচারের সময়ে দেওয়া সাক্ষাৎকারে প্রেম ভাঙার জল্পনায় সিলমোহর দিয়েছেন ঋতাভরী। জানিয়েছেন, 'সেই ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে করছি না। একটা প্রেম আছে জীবনে। তবে এই মুহূর্তে সেটা নিয়ে বেশি কিছু বলার মতো জায়গায় নেই।' তবে সম্পর্ক ভাঙলেও প্রেমের প্রতি এখনও অগাধ আস্থা তাঁর। জানিয়েছেন, বিয়েও করবেন। তবে সেটা তথাগতকে নয়।

ঋতাভরী স্পষ্ট করেছেন, কোনও তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেনি তাঁর। তিনি এবং তথাগত এখনও খুব ভাল বন্ধু। এখনও শরীর খারাপ হলে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন ডাক্তারবাবু। উল্লেখ্য, ২০২১ সাল নাগাদ দুটি বড় অস্ত্রোপচার হয় ঋতাভরীর। তখন তাঁকে সামলেছিলেন এই তথাগতই। ২০২২ সালে তাঁদের বিয়ের পাকা কথা হয়। আংটি বদলের পর লিভ-ইনে থাকার কথাও জানান অভিনেত্রী। তবে কীভাবে সম্পর্ক ভাঙল তাঁদের? আচমকা দূরত্ব তৈরি হল কীভাবে?

আরও পড়ুন টলিউডেও থ্রেট কালচার! কীভাবে সারবে এ ভয়ঙ্কর অসুখ? মুখ খুললেন রজতাভ দত্ত

গত বছর কোজাগরী লক্ষ্মীপুজোতেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। মার্চ মাসে তথাগতর জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন ঋতাভরী। যা দেখে অনেকেরই ধারণা হয় সম্পর্ক অটুট আছে দুজনের। তবে যেমন ভাঙা কাচ জোড়া লাগে না, তা ফের একবার প্রমাণ হল এই ব্রেক-আপে।

বিয়ে নিয়ে ঋতাভরী বলেছেন, 'ভুল মানুষকে বিয়ে করতে চাই না। তবে আমার দিদি এবং সম্বিতের বিয়েটা দারুণ। তাঁরা একে অপরের ভাল বন্ধু। তখন মনে হয় বিয়েটা সুন্দর জিনিস।' তাহলে কি তথাগত ভুল মানুষ ছিল? সেকথা খোলসা করেননি ঋতাভরী।

Ritabhari Chakraborty Entertainment News tollywood news Actress Ritabhari
Advertisment