Rupam on Chandramouli's Death: গতকাল রাত থেকেই মন খারাপ রক ব্যান্ড ভক্তদের। কারণ, হঠাৎ করেই খবর আসে, ফসিলসের লিড গিটারিস্ট চন্দ্রমৌলি ( Chandramouli Biswas Death ) আত্মঘাতী হয়েছেন। তারপর থেকেই সকলের মন খারাপ। জানা যাচ্ছিল, তিনি নাকি অর্থকষ্টে ভুগছেন। শুধু তাই নয়, কাজ ছিল না তাঁর হাতে। বাবা মা গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। তখনই নিজেকে শেষ করে ফেলেছেন তিনি।
তারপর থেকেই সমাজ মাধ্যমে উঁকি দিচ্ছে নানা পোস্ট। চন্দ্র এখন যে ব্যান্ডে বাজাচ্ছেন, সেখানের আরেক সদস্য মহুল চক্রবর্তী, তিনিই কাজের কারণে চন্দ্রর বাড়িতে আসেন, এবং তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে, এই ঘটনায় যে রূপম সাংঘাতিক কষ্ট পেয়েছেন, সেকথা স্টেজে দাঁড়িয়েই তিনি জানিয়েছেন। রূপম ( Rupam Islam ) শো করতে গিয়েছিলেন কল্যাণীতে। যাবার পথে এমন একটা খবর যে কানে আসবে যেন ভাবতেও পারেননি। স্টেজে উঠে যে মানুষ আশার বাণী দেন, তাঁকে দেখা গেল ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে।
আরও পড়ুন - Fossils - Chandra: ফসিলসের প্রাক্তন গিটারিস্ট এর রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার হল চন্দ্রর দেহ...
রূপম তাঁর দলের সকলকে সঙ্গে নিয়ে বললেন, "এতদিন যে আমাদের সঙ্গে ছিল তাঁর ছবিটা আজ ব্যাকগ্রাউন্ডে। আমরা আসার সময় একটা খবর পেয়েছি। যেটা বজ্রাঘাত এর মতো আমাদের মাথায় পড়েছে। এমন অবস্থায় কেউ গান গাইতে পারে না। কারওর হাতে বাদ্যযন্ত্র ওঠে না। কিন্তু, বাংলা রক জনতা আজ আমাদের মধ্যে উপস্থিত। এবং এই বাংলা রক জনতার খোঁজ আমরা একসঙ্গে করেছিলাম। একটা দীর্ঘ সময় চন্দ্র আমাদের সঙ্গে ছিল। আমি কোনোদিন ভাবি নি, যে ওকে ছাড়া আমায় স্টেজে পারফর্ম করতে হবে। আজ আমার বলতে দ্বিধা নেই যে, ও আমার সবথেকে ভাল বন্ধু ছিল। একবছর আগেও ওর সঙ্গে কথা হয়েছিল।"
যদিও, তিনি যে এক বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সেকথা জানিয়েছেন। একসময় দুজনে অনেক গান বানিয়েছেন। কিন্তু, এখন আর সম্ভব হবে না সেসব। রূপম বললেন, "আমার বেশ কিছু গান আলাদা করে লেখা ছিল। ওর সঙ্গে বসার কথা ছিল। কিন্তু, আজ মনে হচ্ছে সেসব আর হবে না। কারণ, সেই গানগুলো আর প্রকাশ করতে পারব বলে মনে হয় না। কিন্তু, আজ আমাদের সামনে যে মানুষ দাঁড়িয়ে আছেন তারা সবসময় চেয়েছেন যাতে আমরা গান বাজনা চালিয়ে যাই। নিজের সিদ্ধান্তের এখানে কোনো জায়গা নেই।"
শিল্পী তাঁর কাছের বন্ধুকে হারিয়ে খুব শোকাহত। তাঁর গলা দিয়ে যেন গান বেরোতে চাইছে না। পেছনে এমন একজন মানুষের ছবি, যাকে ছাড়া একসময় ফসিলস সম্ভব ছিল না। রূপম বললেন, "আমাদের দীর্ঘদিনের পথ চলা যে আজকে এমন একটা সন্ধ্যায় এনে দেবে, আমি ভাবতেও পারি নি। কল্পনা করতে পারিনি, যে এমন একটা দিন, যেখানে আমার সহ সঙ্গীর ছবি পেছনে রেখে এটা বলতে হবে, যে আজকে কী করে গান গাইব জানি না। এটাই জীবন। এমন আকস্মিকতা আছে বলেই জীবন অভূতপূর্ব।"