মঞ্চে তখন অরিজিত গাইছেন, আরও একবার চলো ফিরে যাই... তারপর? আর নিজেকে ধরে রাখতে পারলেন না গানটির সৃষ্টিকর্তা রূপম ইসলাম। দর্শকদের আসনে তখন চূড়ান্ত উন্মাদনা। রূপম নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। হাত বাড়িয়ে ভালবাসা জানাচ্ছেন অরিজিৎকে।
Advertisment
গতকাল অরিজিত সিংয়ের কনসার্ট উপলক্ষ্যে তিলোত্তমা ভেসেছে উত্তেজনায়। পছন্দের মানুষকে চোখের সামনে একবার দেখতে ছুটেছিলেন অনেকেই। সেই দর্শক আসনে উপস্থিত ছিলেন খোদ রক সম্রাট রূপম। অরিজিৎ এবং রূপম - দুজনেই দুজনের ফ্যান। রূপমের শো দেখতে মাঝেমধ্যেই ছদ্মবেশে হাজির হন অরিজিৎ। আর কলকাতায় যখন অরিজিৎ নিজে অনুষ্ঠান করছেন তখন রূপম আসবেন না? স্টেজে তখন অরিজিৎ গাইছেন রূপমের গান। বিগ স্ক্রিনে তাঁর ছবি, মুহূর্তের মধ্যে যেন পাগল হয়ে গেলেন দুই শিল্পীর ভক্তরা।
এই সেই কাঙ্খিত দিন। যেদিন সুরের দুই মহারথীর একসঙ্গে গান নিবেদনের পালা। অনেক্ষণ দাঁড়িয়ে শুধু শুনলেন অরিজিতের গলায় নিজের গান। তারপর? রূপমকে ডেকে নিয়ে গেলেন কর্মকর্তারা। স্টেজের সামনে রূপমকে দেখে একেবারেই হতভম্ব অরিজিত। ছুটে গিয়ে একটা মাইক নিয়ে এলেন, রূপমের হাতে মাইক তুলে দিতেই ভেসে এক সেই চেনা কণ্ঠস্বর। ভক্তদের তখন একটাই বক্তব্য, ঈশ্বর গাইছেন। অরিজিৎ মিলিয়ে দিলেন ভক্তদের। স্টেজ থেকে নেমে এলেন, গলা মেলালেন রূপমের সঙ্গে। উপহার দিলেন এক নিদারুণ সুন্দর মুহূর্ত।
তখন তাঁদের ঘিরে ধরেছেন ভক্তরা। চোখে জল একাধিকের। রোমাঞ্চকর এই মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রূপম। লিখলেন, "অনেক ধন্যবাদ অরিজিত। তোমার সঙ্গে এই প্রথম দেখা হল, তাও আবার গানে গানে। এর থেকে ভাল আর কি হত বলো? ধন্যবাদ সম্পূর্ন অনুষ্ঠানটির জন্য। উপরি পাওনা তোমার গলায় ভূত ও ভবিষ্যত। আবারও হবে"। উচ্ছাসে ভাসছেন অরিজিৎ এবং রূপম ভক্তরা।
একজন শিল্পীর সবার আগে মানুষ হওয়া খুব গুরুত্বপূর্ন। অন্তত, কাল এটাই বুঝিয়ে দিলেন অরিজিত। রূপমকে দেখে শুধু স্টেজ থেকে নেমে এলেন না, বরং তাঁকে প্রাপ্য সম্মান দিলেন। ঠিক যেন ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন সঙ্গীতপ্রেমীরা। তাঁদের কথায়, দুই পছন্দের মানুষ একসঙ্গে! আমাদের আর কি চাই?