Advertisment

অন্তর্দ্বন্দ্বের 'স্তর' ছাপিয়ে রূপমের অন্য প্রয়াস

গানে 'স্তর' অর্থে বিবেকের যুদ্ধ। নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়তে লড়তে একা হয়ে পড়া, আর বিবেকের দংশনে সেখান থেকেই মূলস্রোতে ফিরে আসার কথা বলে এই গান।

author-image
IE Bangla Web Desk
New Update
Rupam Islam

রূপম ইসলামের নায় মিউজিক ভিডিও 'স্তর'।

রূপম ইসলাম মানেই গানে বাস্তবের ছাপ ছেড়ে যাওয়া। সে জীবনের কঠিন বাস্তব হোক, কিংবা সমাজের মেনে নিতে না পারার অসুখ। এবারও সেই লক্ষ্যে অনন্য প্রয়াস 'স্তর'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর সিঙ্গলস। এই মিউজিক ভিডিও তৈরি করেছেন পরিচালক শমীক রায়চৌধুরি, এমনকি এই গানটিও তাঁর লেখা।

Advertisment

গানে 'স্তর' অর্থে বিবেকের যুদ্ধ। নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়তে লড়তে একা হয়ে পড়া, আর বিবেকের দংশনে সেখান থেকেই মূলস্রোতে ফিরে আসার কথা বলে এই গান। তবে ভিডিওর মূল চরিত্রে যে মেয়েটিকে দেখা যায় তার বিবেক কিন্তু অ্যান্ড্রোজেনাস। আসলে স্ত্রী-পুরুষ নির্বিশেষে অন্তরাত্মার কোন লিঙ্গ হয়না। এই ভাবনাতেই আলাদা 'স্তর'।

আরও পড়ুন, ‘ভারতের চন্দ্রযান দেখতে পেলে?’ মহাকাশচারীকে ভিডিও চ্যাট ব্র্যাড পিটের

ভিডিওতে মহিলা চরিত্রে দেখা গিয়েছে মুম্বইয়ে অভিনেতা-মডেল ইপ্সিতা ভট্টাচার্য এবং অ্যান্ড্রোজেনাস সত্ত্বা হিসাবে পর্দায় এসেছে কলকাতার অ্যান্ড্রোজেনাস মডেল অমিত বিট্টু দে। এদিন অমিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''ইপ্সিতা আমাকে এই ভিডিওটির স্টাইলিং এবং আর্ট নিয়ে কাজ করার জন্য বলেছিল। পরে চরিত্রটার কথা বলে। চরিত্রটার শুধুমাত্র অন্য রকমের অ্যাপ্রোচ রয়েছে আর সেই কারণেই রাজি হওয়া।''

ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে এই ভিডিও। রূপমের কণ্ঠ অন্যমাত্রায় নিয়ে গিয়েছে 'স্তর'-কে। ভবিষ্যতে ইন্ডাস্ট্রির থেকে এই রকমের পরিণত কাজের আশায় থাকল দর্শক।

Rupam Islam Music
Advertisment