KK-র মৃত্যুর পরই খুনের হুমকি! তড়িঘড়ি থানায় ছুটলেন রূপঙ্কর

'হু ইজ কেকে, ম্যান?..' প্রশ্ন ছুঁড়েছিলেন রূপঙ্কর। যা নিয়ে বিতর্কের ঝড়।

'হু ইজ কেকে, ম্যান?..' প্রশ্ন ছুঁড়েছিলেন রূপঙ্কর। যা নিয়ে বিতর্কের ঝড়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rupankar Bagchi, Rupankar Bagchi on KK, Singer KK demise, রূপঙ্কর বাগচি, প্রয়াত কেকে, খুনের হুমকি রূপঙ্করকে, bengali news today

কেকে, রূপঙ্কর বাগচি

কেকে-র সমালোচনা করে ভিডিও পোস্ট করে বিপাকে রূপঙ্কর বাগচি। সেই ভিডিও নিয়ে মঙ্গলবার সারাদিন তুমুল সমালোচনা নেটদুনিয়ায়। বাংলার সঙ্গীতশিল্পীকে প্রায় ধুয়ে দিচ্ছেন কেকে-অনুরাগীরা। তবে নেটদুনিয়ায় এমন লেখালেখির পাশাপাশি বুধবার শোনা গেল, রূপঙ্কর নাকি খুনের হুমকিও পেয়েছেন। যা নিয়ে রীতিমতো তটস্থ হয়ে উঠলেন গায়ক ও তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ি। সূত্রের খবর, সেই অভিযোগ জানাতেই নাকি এবার টালা থানায় ছুটলেন রূপঙ্কর-চৈতালি। চাইলেন, নিরাপত্তা।

Advertisment

“কেকে… কেকে.. হু ইজ কেকে, ম্যান? আমরা বাংলার শিল্পীরা অনুপম রায়, আমি, সোমলতা, ইমন চক্রবর্তী, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, রূপম ইসলাম অনেক বেটার গান গাই কেকে-র থেকে”, বিস্ফোরক মন্তব্য করেছিলেন রূপঙ্কর বাগচি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক-সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। বিশেষত, রূপঙ্করের এমন তীর্যক মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই কেকে-র প্রয়াণ যেন সেই বির্তকের আগুনে আরও ঘি ঢেলেছে। শিল্পীদের অনেকেই প্রতিবাদ করেছেন এমন মন্তব্যের।

<আরও পড়ুন: ‘হায়! এহি পে মর যাউ..’ মৃত্যুর কিছুক্ষণ আগে স্টেজেই ইঙ্গিত দেন KK, দেখুন সেই ভিডিও>

Advertisment

মঙ্গলবার রাতে কলকাতাতেই নিজের জীবনের শেষ শো করে গেলেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। সন্ধে ৬.৪৫ টায় নজরুল মঞ্চে প্রবেশ করেন। অসুস্থ হলেও শো ছেড়ে যাননি। বারবার জল খেয়ে, ঘাম মুছে শ্রোতাদের বিনোদন দিয়ে গিয়েছেন। অনুষ্ঠান শেষ করে সাড়ে ৮টা নাগাদ হোটেলে ফিরে যান। এরপরই সব শেষ। গোটা দুনিয়া, ভক্তকূলকে ‘আলবিদা’ বলে বিদায় নিলেন কেকে। যারপর তীব্র কটুক্তি উড়ে এসেছে রূপঙ্কর বাগচির উদ্দেশে। কাকতালীয় হলেও অনেকেই তাঁকে দায়ী ঠাউরেছেন কেকে-র মৃত্যুর জন্য। এবার নাকি গায়ক খুনের হুমকিও পেলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Entertainment News West Bengal News Rupankar Bagchi Singer KK Singer KK death