কেকে-বিতর্কের পর এ যেন এক অন্য রূপঙ্কর। কোথায় সেই ঔদ্ধত্য? গায়ক এখন অনেকটাই সংযত। নরম। তবে বিতর্ক, সমালোচনা, কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, অনেকেই নাকি এখন রূপঙ্করের সঙ্গে কাজ করতে চাইছেন না! সম্প্রতি, এক বাংলা ছবি থেকেও বাদ পড়েছে তাঁর গাওয়া গান। তবে এবার ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর বাগচি।
কেকে বিতর্ক অতীত! কেন্দ্রীয় সরকারের হয়ে এক নতুন দেশাত্মবোধক গান রেকর্ড করলেন রূপঙ্কর। অর্থমন্ত্রকের তরফে বিভিন্ন প্রদেশের শিল্পীদের নিয়ে ‘দেশ সেবা কি কসম’ শীর্ষক একটি গানের আয়োজন করেন। সেই গানের ভিডিওতেই রূপঙ্করকে দেখা গেল কণ্ঠ দিতে। রূপঙ্করের পাশাপাশি গেয়েছেন সোনু নিগম। রয়েছেন সৌম্যজিৎ-সহ একাধিক শিল্পীরা। সেই মিউজিক ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রূপঙ্কর। আর তারপর থেকেই নেটিজেনরা ফের নীতিবোধের পাঠ পড়ালেন গায়ককে। বাংলা ছাড়াও হিন্দি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া, তামিল, তেলুগুর মতো একাধিক ভাষায় এই গান রেকর্ড হয়েছে।
[আরও পড়ুন: মাদককাণ্ডে গ্রেপ্তার সিদ্ধান্ত, খবর শুনেই মাথায় ‘বাজ’ বাবা শক্তি কাপুরের! বললেন…]
প্রসঙ্গত, কেকে বিতর্কের পর সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন বটে, কিন্তু গায়কের শোয়ের থমথমে ভিড়-ই প্রমাণ যে শ্রোতা-অনুরাগীদের কাছে কতটা বিরাগভাজন হয়েছেন রূপঙ্কর বাগচি। সেই বিতর্কের জেরেই নাকি বাংলা সিনে ইন্ডাস্ট্রির অনেকেই বর্তমানে এড়িয়ে চলছেন রূপঙ্করকে। যদিও দিন দুয়েক আগেই প্রযোজক রানা সরকার সদর্পে ঘোষণা করেছেন যে, তিনি রূপঙ্করকে দিয়ে তাঁর আগামী ছবি ‘কলকাতা ৯৬’-তে গান গাওয়াবেন। এবার কেন্দ্রীয় সরকার আয়োজিত গানে কণ্ঠ দিলেন গায়ক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন