Advertisment
Presenting Partner
Desktop GIF

'বর বকবে তো'! হিন্দি গানে নাচ করে ট্রোলড রূপঙ্করের স্ত্রী চৈতালি

KK-বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rupankar Bagchi's wife got trolled, Rupankar Bagchi, KK-Rupankar controversy, Chaitali Lahiri, রূপঙ্কর বাগচি, কটাক্ষের মুখে রূপঙ্করের স্ত্রী, চৈতালি লাহিড়ি, কেকে-বিতর্ক, bengali news today

হিন্দি গানে নেচে ট্রোলড রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ি

রূপঙ্কর বাগচির বিতর্কিত মন্তব্যের জেরে নেটিজেনদের রোষানলে এবার সরাসরি পড়লেন তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ি। তাঁর মাস দেড়েক আগের এক ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। কেন? জনপ্রিয় একটি হিন্দি গানে নেচে রিল শেয়ার করেছিলেন চৈতালি। আর সেই ভিডিও টেনেই রূপঙ্করের স্ত্রীকে নেটদুনিয়ার একাংশের কটাক্ষ- "সে কী! হিন্দি গানে নাচছেন, বর বকবে তো!"

Advertisment

প্রসঙ্গত কেকে-বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi)। জনপ্রিয় বেকারি সংস্থার তরফে তুলে নেওয়া হয়েছে তাঁর গাওয়া জিঙ্গলস। সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন বটে, কিন্তু গায়কের শোয়ের থমথমে ভিড়-ই প্রমাণ যে শ্রোতা-অনুরাগীদের কাছে কতটা বিরাগভাজন হয়েছেন গায়ক। সিনেমা থেকেও বাদ পড়েছে রূপঙ্করের গান। তার জন্য যদিও অন্য কারণ দর্শিয়েছেন নির্মাতারা। কানাঘুষো শোনা যাাচ্ছে, টলিপাড়াতেও নাকি কোণঠাসা হয়েছিলেন রূপঙ্কর ঔদ্ধত্য মন্তব্যের জেরে। এবার সেই বিতর্কের জেরে গায়কের স্ত্রী চৈতালি পড়লেন নেটিজেনদের রোষানলে।

সইফ-বিদ্যার 'পরিণীতা' সিনেমার 'ক্যাইসি পহেলি হ্যায় ইয়ে..' গানে নাচের ভিডিও শেয়ার করেছিলেন চৈতালি লাহিড়ি। সেই পুরনো ভিডিওতেই একের পর এক কটুক্তি। কারও মন্তব্য, "বংলা গানে নাচুন না। বর বাংলা বাঁচান বাংলা বাঁচান করছে, আর বউ হিন্দি গানে নাচছে।" কেউ বা আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, "এ কী আপনি হিন্দি গানের সঙ্গে নাচ করছেন?" তবে অনেকেই আবার চৈতালির পাশে দাঁড়িয়েছেন।

<আরও পড়ুন: ‘সব হিন্দুদের হয়ে ক্ষমা চাইছি’, নূপুরের পয়গম্বর-কাণ্ডে মুসলিমদের বার্তা বিশাল দাদলানির>

publive-image

প্রসঙ্গত, দিন কয়েক আগেই “কেকে… কেকে.. হু ইজ কেকে, ম্যান?”, এই প্রশ্নটা ছুঁড়েই ভয়ঙ্কর বিপাকে পড়েছিলেন রূপঙ্কর। বিতর্কিত সেই ভিডিওর ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নথের আকস্মিকপ্রয়াণ (KK Death) ঘটে কলকাতায়। তারপর থেকেই কটাক্ষ, কটুক্তি ভরা মন্তব্যের ছয়লাপ। শিল্পী হিসেবে তাঁর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিনোদনমহলের একাংশ তো বটেই, এমনকী নেটিজেনরাও। ক্ষমা চেয়েও রেহাই পাননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Entertainment News West Bengal News Rupankar Bagchi
Advertisment