Rupsa Baby Boy Vs Hritik Roshan: পুত্র সন্তানের জন্মের পর চর্চায় রয়েছেন টলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সদ্যোজাতকে নিয়ে প্রায়ই ছবি পোস্ট করেন তারকা মম। ছেলের বয়স এক মাস পূর্তিতে সায়নদীপের সঙ্গে ত্রয়ীর সোহাগী ছবি ভাগ করে নিয়েছেন সেলেব মম রূপসা চট্টোপাধ্যায়। খুদের জন্মের পর অনুরাগীরা জানতে চেয়েছেন পুত্র সন্তানের কী নাম রাখলেন? সেটা অবশ্য এখনই প্রকাশ্যে আনতে নারাজ অভিনেত্রী। সময় হলে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারকা মম রূপসা চট্টোপাধ্যায়। কিন্তু, ছোট্ট সোনাকে নিয়ে শিবরাত্রিতে ছবি পোস্ট করে 'ডাক নাম' শেয়ার করলেন অভিনেত্রী। ছেলের মুখের উপর ইমোজি দেওয়া ছবি পোস্ট করে রূপসা লিখলেন, 'ডুগ্গুর প্রথম শিবরাত্রি।'
ছেলের নাম তাহলে ডুগ্গু রাখলেন রূপসা-সায়নদীপ? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বললেন, 'না না, এটা আমি ওকে আদর করে ডাকি। বাড়িতে সবাই সবার মতো করে একটা আদরের নাম দিয়েছে। আমি ভালবেসে ডুগ্গু নামটা দিয়েছি।' হৃত্বিক রোশনের ডাক নাম ডুগ্গু। বলি অভিনেতার নামেই নামকরণ? রূপসা খানিক হেসে বলেন, 'আমি তো জানতামই না যে হৃত্বিকের ডাক নাম ডুগ্গু। পোস্টটা দেখে সায়ন আমাকে বলেছে। আমি হৃত্বিকের ভক্ত। কিন্তু, ওঁর নাম ছেলের নাম রাখিনি। এটা সম্পূর্ণ কাকতালীয়।'
প্রসঙ্গত, লিটল প্রিন্সের জন্মের একমাস পূর্তিতে যে ছবি পোস্ট করেছেন সেখানে ছোট্ট সোনার মুখের বেশ খানিকটা অংশ দৃশ্যমান। কোনওরকম ইমোজির ব্যবহার করেননি রূপসা। কপালের ডানদিকে কাজলের টিপ। পরনে সাদা জামা-প্যান্ট। মায়ের কোলে ছোট্ট সোনার এই ছবি পোস্ট করে তারকা মম লিখেছেন, 'জুনিয়ারের এক মাস পূরণ হল।' খুব শীঘ্রই কাজে ফিরবেন রূপসা।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে নতুন মা জানিয়েছিলেন, 'ছেলে এখন খুবই ছোট। ওকে একা রেখে কাজে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তিন-চার মাস বয়স হলে তখন ফ্লোরে ফেরার কথা ভাবব। এখন ছোটখাটো কোনও কাজ বা ফটোশুটের প্রস্তাব পেলে করব। আমার বাড়ি থেকে স্টুডিওপাড়া ঢিল ছোঁড়া দূরত্বে। তাই কাজের ফাঁকে ছেলেকে দেখতে আসতে পারব। আর ওকেও তো ছোট থেকে বুঝতে হবে মা কাজে বেরবে।'