Advertisment

Rupsa Baby Bump : বোতাম খোলা শার্টে উন্মুক্ত বেবি বাম্প, মেটারনিটি ফটোশ্যুটে গ্ল্যামারাস মম টু বি রূপসা

Rupsa Baby Bump Shoot : হবু বাবা সায়নদীপের সঙ্গে মেটারনিটি ফটোশ্যুটে মাত দিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
Rupsa Baby Bump Shoot : হবু বাবা সায়নদীপের সঙ্গে মেটারনিটি ফটোশ্যুটে মাত দিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ অভিনেত্রী।

মেটারনিটি ফটোশ্যুটে গ্ল্যামারাস মম টু বি রূপসা

Rupsa Mternity Photoshoot: বোতাম খোলা শার্টের ফাঁকে উন্মুক্ত বেবি বাম্প। উঁকি মারছে স্ফীতোদরের ট্যাটুও। কখনও ধ্যানে মগ্ন তো কখনও আবার সায়নদীপের সঙ্গে আদুরে মুহূর্তে মম টু বি রূপসা চট্টোপাধ্যায়। প্রথমবার যুগলের মেটারনিটি শ্যুটে মাত দিলেন রূপসা ও সায়নদীপ। বোল্ড আন্দাজেই বেবি বাম্পের ফটোশ্যুট সেরেছেন পেরেন্টস টু বি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই তা বেশ ভাইরাল। হবু মা-বাবাকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা।

Advertisment

তিনটি ছবির মধ্যে প্রথমটিতে রূপসা একা, দ্বিতীয় ছবিতে সায়নদীপের সঙ্গে খুনসুটি আর শেষ ছবিতে বেবি বাম্পের উপর দু'জনের হাত রেখে হৃদয়ের চিহ্ন। 'মেটারনিটি ফটোশ্যুট' ক্যাপশনে ছবি পোস্ট করেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি রূপসা নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেও একটু হটকে স্টাইলে বেবি বাম্প প্রদর্শন করেছিলেন।

Advertisment

ঢিলেঢালা জিন্সের সঙ্গে কালো টি-শার্ট যেখানে লেখা ছিল, 'আমার ভবিষ্যৎ লোডিং'। বেবি বাম্পে ফোকাস করে ক্যামেরায় বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিয়েছিলেন হবু মা। কখনও পাউট করে তো কখনও আবার বেবি বাম্পের সামনে হাত রেখে হৃদয়ের আকার দিয়ে ক্যামেরায় কেত রূপসা চট্টোপাধ্যায়ের। প্রেগন্যান্সিটা একেবারে চেটেপুটে উপভোগ করছেন রূপসা। তার মাঝেই বিনোদিনীর ট্রেলার লঞ্চের ইভেন্টে পৌঁছেছিলেন অভিনেত্রী। 

অন্তঃসত্ত্বা রূপসার সর্বক্ষণের সঙ্গী সায়নদীপ। হবু মায়ের জন্য মনপসন্দ খাবারও বানাচ্ছেন রূপসার স্বামী। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। বাড়িতে বানানো পিৎজার ছবি নিয়ে সেলফিতে মজেন রূপসা-সায়নদীপ। এক বছরের বেশি সময় বাগদান থেকে প্রিওয়েডিংয়ের রঙিন অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো উঠে আসত সমাজমাধ্যমের পেজে। বিয়ের জাঁকজমক নেহাতই কিছু কম ছিল না। ৪ অক্টোবর সাত পাক ঘুরে স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। 

বিয়ের একমাস পরই দেন আরও এক সুখবর। নবদম্পতি কেক হাতে বাচ্চাদের লালাপোশ-জুতো নিয়ে মা-বাবা হতে চলেছেন সেই ঘোষণা করেন। প্রেগন্যান্সির খবর শেয়ার করতেই তো সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানিয়েছেন শুভেচ্ছা তো কেউ আবার কটাক্ষ করেছেন। ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে এবার 'বোল্ড' মেটারনিটি ফটোশ্যুটে মজলেন মম টু বি রূপসা। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Bengali News Bengali serial TRP Bengali Film Industry
Advertisment