Rupsa Chatterjee: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই রূপসা আর সায়নদীপের জীবনে আসবে তাঁদের প্রথম সন্তান। পরিবারে এখন খুশির মরশুম। অন্তঃসত্ত্বা রূপসাকে ঘিরেই এখন সব আনন্দ-আয়োজন। মম টু বি রূপসা তাঁর সোশ্যাল মিডিয়ায় জীবনের প্রতিটি রঙিন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। দিন কয়েক আগে সাধের অনুষ্ঠানের একটা মজার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন মম টু বি রূপসা চট্টোপাধ্যায়।
দিন যত এগিয়ে আসছে ততই পরিবারের সকলে উত্তেজিত রূপসা-সায়নদীপের কোল আলো করে কে আসছে? লক্ষ্মী না কার্তিক? চলেছে ভোটদান পর্বও। এবার সাধের অনুষ্ঠানের আরও একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে রয়েছে টেবিলে সাজানো বাহারি খাবাবের সম্ভার।
সাধের অনুষ্ঠানে বেশ কিছু রীতিও পালন করা হয়। সেটা অবশ্য এক একজনের বাড়িতে এক একরকম। দুটি ঝুরির নীচে দুই রকমের জিনিস রাখা হয়। হবু মা যেটা তুলবেন সেই ভিত্তিতে বাড়ির বড়রা আন্দাজ করেন ঘরে ছেলে আসছে না মেয়ে। রূপসার ঝুরির নীচে ছিল প্রদীপ।
ছেলেদের তো সবসময়ই বলা হয় তাঁরা বংশের প্রদীপ। রূপলসার বাড়ির গুরুজনেরাও তার ব্যতিক্রম নন। তাঁরাও যেন মনে মনে পুত্র সন্তানের আগমনের আশায় খুশির জোয়ারে ভাসলেন। একটু খেয়াল করলে দেখবেন, খুশিতে লাফাচ্ছেন সায়নদীপও। ভোটদান পর্বে তো ছেলের পক্ষেই ভোট দিয়েছিলেন।
সাধের অনুষ্ঠানে বেশ কিছু খেলার আয়োজনও করা হয়েছিল। প্রথমদিন যে ভিডিওটা আপলোড করেছিলেন সেখানে সবাই ছেলে আর মেয়ের পক্ষে ভোট দিয়েছিলেন। এবার সেই ভোটই দিলেন কিন্তু চোখ বন্ধ করে। সেই ভিডিও শেয়ার করে মম টু বি রূপসা মজা করে বলেছেন, ভাগ্যের হাতে এবার সন্তানের লিঙ্গ বিচার হবে। সেই খেলার প্রথম অংশগ্রহণকারী উড বি ড্যাডি সায়নদীপ।
তাঁর হাত পড়ল মেয়ে লেখা বেলুনের উপর। এরপর পরিবারের সকলে একে একে এই খেলায় মেতে ওঠেন। 'বয়েজ অউর গার্ল চ্যালেঞ্জ পার্ট ২' ক্যাপশনে ভিডিওটি পোস্ট করেছেন উড বি মাম্মি রূপসা চট্টোপাধ্যায়। হবু মা-বাবাকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন শুভাকাঙ্খীরা।
কয়েকদিন আগে মেটারনিটি ফটোশ্যুটে মাত দিয়েছেন রূপসা-সায়নদীপ। বোতাম খোলা শার্টের ফাঁকে উন্মুক্ত বেবি বাম্প। উঁকি মারছে স্ফীতোদরের ট্যাটুও। সায়নদীপের সঙ্গে আদুরে মুহূর্তে মম টু বি রূপসা চট্টোপাধ্যায়ের বেবি বাম্প শ্যুটের সেই মুহূর্ত সকলের নজর কেড়েছিল। বেশ বোল্ড আন্দাজেই বেবি বাম্পের ফটোশ্যুট সেরেছেন পেরেন্টস টু বি। এখন শুধু অপেক্ষা বয়েজ অউর গার্ল চ্যালেঞ্জ-এর বিজয়ী কে হয়।