Advertisment

Rupsa Chatterjee Pregnancy: ''যখন ওকে কোলে দিয়ে বলল...', পুত্র না কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী রূপসা?

Rupsa Baby Boy: রূপসা-সায়দীপের কোলে এল রাজপুত্তুর। মা হওয়ার পর আবেগে ভাসলেন অভিনেত্রী। নতুন জীবনের অভিজ্ঞতা ভাগ করলেন ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের সঙ্গে।

author-image
Kasturi Kundu
New Update
পুত্র না কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী রূপসা?

পুত্র না কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী রূপসা?

Rupsa Chatterjee Baby Boy: সব অপেক্ষার অবসান। মা হলেন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সাধের অনুষ্ঠানে পুত্র না কন্যা সন্তানের মা হবেন সেই নিয়ে চলেছে ভোটদান পর্ব। ছেলের পক্ষেই সিংহভাগ ভোট পড়েছিল। আর বাস্তবেও পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী। ৩১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন নিউলি মাম্মি রূপসা চট্টোপাধ্যায়।

Advertisment

নবজাতকের হাতে স্নেহের চুমু, সেই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে গুডনিউজ শেয়ার করেছেন অভিনেত্রী। ন'মাস নানা আনন্দ-আয়োজনের মধ্যে দিয়ে প্রেগন্যান্সি চেটেপুটে উপভোগ করেছেন রূপসা। মা হওয়ার পরের অনুভূতিটা কেমন? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে এই প্রশ্ন করতেই আহ্লাদে আটখানা রূপসা। 

Advertisment

তিনি বলেন, 'এটা একটা অদ্ভুত অনুভূতি। ভাষায় প্রকাশ করতে পারব না। ডেলিভারির সময় তো আমাকে পুরো অজ্ঞান করেনি। আমার জ্ঞান ছিল। এখন যেমন  হাফ অ্যানেস্থেসিয়া করে সেইরকম।  ডাক্তার যখন আমাকে বলল, এই দেখ তোমার নেতাজি। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে মা হয়ে গেলাম! এতদিন আমার ভিতর একটু একটু করে ও বেড়ে উঠছিল। তারপর যখন কোলে দিল...!! ২৬ জানুয়ারি আমার ছেলে হয়েছে। সেইদিন থেকে প্রতিটা মুহূর্ত যেন আমার কাছে নতুন। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। ওকে খাওয়াচ্ছি, ঘুম পারাচ্ছি, ডায়পার চেঞ্জ করছি। এ যেন এক অন্য দুনিয়া। প্রতি মুহূর্তে মাতৃত্বটা উপভোগ করছি।' 

মা হওয়ার পর জীবন কতটা বদলে গেল? আনন্দের সঙ্গে রূপসা বললেন, 'মা হওয়ার পর যেটা বদলেছে সেটায় আমি খুশি। বাড়ির সকলে আছে। আমার মা রয়েছে। সবাই সাহায্য করছে। সায়নদীপ আর আমি দুজনে একসঙ্গে মা-বাবা হওয়ার দায়িত্বটা সম্পূর্ণ পালন করার চেষ্টা করছি। রাতে উঠে, তখন খাওয়াই। আবার ও যখন ঘুমাচ্ছে তখন আমি একটু ঘুমিয়ে নিচ্ছি। এভাবেই বেশ সুন্দর সময় কাটাচ্ছি।'

সাদা-কালো আবহে ছোট্ট সোনা মায়ের হাত ধরে রয়েছেন সেই মুহূর্তটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রূপসা। ওই ছবি পোস্ট করেই লিটল প্রিন্সের জন্ম তারিখ ঘোষণা করেছেন অভিনেত্রী। ভালবাসা-শুভেচ্ছায় ভাসছেন তারকা মম রূপসা চট্টোপাধ্যায়।

সায়নদীপের সঙ্গে বেবি বয় লেখা একটি বড় সাইজের বল হাতে নিয়ে ফটোশ্যুটের ছবিও শেয়ার করেছেন। মেটারনিটি ফটোশ্যুটেও মাত দিয়েছেন দম্পতি। সায়নদীপের সঙ্গে আদুরে মুহূর্তে মম টু বি রূপসা চট্টোপাধ্যায়ের বেবি বাম্প শ্যুটের সেই মুহূর্ত সকলের নজর কেড়েছিল। সেই অধ্যায় পেরিয়ে জীবনের এক নতুন চ্যাপ্টার শুরু করলেন সায়নদীপ-রূপসা। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Bengali serial TRP Bengali Film Industry Rupsa Chatterjee
Advertisment