Rupsa Chatterjee-Shayandeep Sarkar: দিনটা ছিল ৩১ জানুয়ারি। নবজাতকের হাতে স্নেহের চুম্বণের মিষ্টি মুহূর্ত ভাগ করে মা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। রাজপুত্তুরের কী নাম রাখবেন সেলেব মম রূপসা, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর অনুরাগীরা। তিনি অবশ্য আগেই বলেছিলেন, ছেলের নাম ঘোষণায় থাকবে বিরাট চমক। যেমন কথা তেমন কাজ। একেবারে অভিনব কায়দায় বেটারহাফ সায়নদীপের জন্মদিনের ঠিক আগের দিন ছেলের নাম ঘোষণা করলেন রূপসা চট্টোপাধ্যায়। অপেক্ষার অবসান ঘটিয়ে ৯ মার্চ প্রদীপের শিখার মাঝে ভেসে উঠল 'অগ্নিদেব সরকার'। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে নিউলি পেরেন্টস তাঁদের 'লক্ষ্মীছানা'-র নাম ঘোষণা করলেন।
'অগ্নিদেব নামের অর্থ আগুনের দেবতা। সেই জন্যই এভাবেই নাম ঘোষণার প্ল্যানিং করা হয়েছিল', ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বললেন রূপসা চট্টোপাধ্যায়। আজকের প্রজন্মের নামের মধ্যে পাশ্চাত্যের ছোঁয়া বড্ড বেশি। সেই পথে একেবারেই হাঁটতে নারাজ রূপসা-সায়নদীপ। ছেলের জন্য একটু রাশভারি নামই পছন্দ ছিল দুজনের। রূপসা ছেলের জন্য প্রথমে 'অগ্নি' নামটা পছন্দ করেছিলেন। পরে সায়নদীপ 'দেব' যুক্ত করে ছেলের নাম রাখলেন 'অগ্নিদেব'। রূপসা মজা করে বলেন, 'আমার ছেলের বয়স একমাস হল। ও নিজেও বেশ গম্ভীর। তাই আমরা ওর চরিত্রের সঙ্গে মিলিয়েই একটা ভারি নাম রাখলাম।'
১০ মার্চ সোমবার, সপ্তাহের প্রথম দিন পরিবারে উৎসবের আমেজ। জোড়া জন্মদিন সেলিব্রেট হবে সরকার বাড়িতে। তার কিছুটা আঁচ তো ৯ মার্চ রাতেই রূপসার শেয়ার করা ভিডিও-তে পাওয়া গিয়েছে। একদিকে সায়নদীপের বার্থডে তো অন্যদিকে অগ্নিদেবের ঠাকুমারও আজই জন্মদিন। খুদে সদস্যের আগমনের পর বাবা-ঠাকুমার প্রথম জন্মদিন বলে কথা। তাই স্বাভাবিকভাবেই খুশির ডবল ডোজ।
রূপসা বলেন, 'কাল রাতেই কেক কেটে সেলিব্রেশন হয়েছে। জন্মদিনে সায়ন বাড়িতে পরিবারের সকলের সঙ্গেই কাটাতে ভালবাসে। ছেলেও একদম ছোট। তাই বাইরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। বাড়িতেই পঞ্চব্যঞ্জন রান্না হচ্ছে। সবাই মিলে আনন্দ করব।' জন্মদিনে মনের মানুষকে কী উপহার দিলেন সেটা অবশ্য সরপ্রাইজই রাখতে চান রূপসা। তবে অভিনেত্রীর কথায়, 'আমার থেকে তো দুজনেই জন্মদিনের আগে তাঁদের উপহারটা পেয়ে গিয়েছে। অগ্নিদেবের থেকে বড় উপহার ওঁদের কাছে আর কিছু নেই।'