Rupsa Chatterjee : 'ছোট থেকেই বুঝতে হবে মা কাজে যাবে', একমাসের ছেলেকে রেখেই অভিনয়ে ফিরছেন রূপসা?

Rupsa Chatterjee Back To Work: ছেলের বয়স এখন মাত্র এক মাস। এখনই কাজে ফিরতে চাইছেন অভিনেত্রী? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে রূপসা বললেন...।

author-image
Kasturi Kundu
New Update
sacascsddc

ছেলের জন্মের একমাসের মধ্যেই অভিনয়ে ফিরছেন রূপসা?

Rupsa Chatterjee News: সদ্য মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ৩১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় রাজপুত্তুরের আঙুলের ছবি শেয়ার করে সুখবর দিয়েছেন। একরত্তি ছেলের বয়স মাত্র এক মাস। অভিনয় থেকে আপাতত দূরেই রয়েছেন রূপসা। ছোট্ট সোনা-ই এখন তাঁর সর্বসুখ। মাতৃত্বকে আপাতত চেটেপুটে উপভোগ করছেন নিউলি মাম্মি রূপসা চট্টোপাধ্যায়।

Advertisment

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় বেটারহাফ সায়নদীপ প্রিয়তমার লেটেস্ট মুভি বিনোদিনীর কয়েকটি ক্লিপিং শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে স্ত্রীকে নতুন চরিত্রে দেখতে উদগ্রীব সায়নদীপ। সই বিয়ের পরই রুক্মিণী মৈত্র-র সঙ্গে বিনোদিনীতে অভিনয়ের কাজ শুরু করেন। 'কনকলতার' চরিত্রের সাফল্যকে জিইয়ে রেখেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার পরিকল্পনা রূপসার?

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে নতুন মা জানান, 'ছেলে এখন খুবই ছোট। ওকে একা রেখে কাজে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তিন-চার মাস বয়স হলে তখন ফ্লোরে ফেরার কথা ভাবব। এখন ছোটখাটো কোনও কাজ বা ফটোশুটের প্রস্তাব পেলে করব।' মা হওয়ার পরই রূপসা বলেছিলেন, পরিবারের থেকে সবরকমের সহযোগীতা পান। বাড়ির সদস্যরাও চান তিনি যাতে সব সামলে ফের কেরিয়ারে মনোনিবেশ করেন।

 রূপসার মতে, 'আমার বাড়ি থেকে স্টুডিওপাড়া ঢিল ছোঁড়া দূরে। তাই কাজের ফাঁকে ছেলেকে দেখতে আসতে পারব। আর ওকেও তো ছোট থেকে বুঝতে হবে মা কাজে বেরবে।' ২৩ জানুয়ারি ছবি মুক্তির পরদিনই অর্থাৎ ২৪ জানুয়ারি রূপসার কোলে এসেছে লিটল প্রিন্স। তাই তখন সিনেমা দেখতে যাওয়া হয়নি। গত রবিবার প্রথমবার বাড়িতে ছেলেকে রেখে সায়নদীপের সঙ্গে 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' দেখে এসেছেন রূপসা। তখনই ক্লিপিংগুলো ক্যামেরাবন্দি করেছেন রূপসার স্বামী।

Advertisment

 স্ত্রীর অভিনয়ে মুগ্ধ হয়েই প্রশংসায় পঞ্চমুখ সায়নদীপ। খুব শীঘ্রই আরও একটি নতুন চরিত্রে দর্শক তাঁকে দেখুক সেই ইচ্ছেপ্রকাশ করে লিখেছেন, 'এক মুহূর্তের জন্যও মনে হয়নি স্ক্রিনে আমি আমার রূপসাকে দেখছি। বিনোদিনীর বন্ধু কনকলতার চরিত্রে কতটা সাবলীল অভিনয় সেটা না দেখলে বোঝা দায়। তুমি আমার গর্ব।'

ছোট্ট সোনাও মায়ের অভিনয় দেখতে মুখিয়ে রয়েছে! ড্যাডি কুল সায়নদীপ সদ্যোজাতের উদ্দেশে লিখেছেন, 'জুনিয়ারও মায়ের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করছে। আরও অনেক ভাল কাজ করো। অনেক ভালবাসা। খুব ভালবাসি। আমার মিষ্টি বউ এই সিনেমার শুটিং শুরু করেছিল আম৪াদের আইনি বিয়ের পরদিনই। তখনও দেখেছিলাম কাজের প্রতি ওঁর একাগ্রতা।'

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali Film Bengali Film Industry Rupsa Chatterjee