Advertisment

Rupsa-Shayandeep: সাধের অনুষ্ঠানে ছেলের পক্ষে সিংহভাগ ভোট, মম টু বি রূপসা চান রাজকন্যা আর সায়নদীপ?

রবিবার সাধের অনুষ্ঠানে রূপসার ছেলে হবে না মেয়ে সেই নিয়ে চলল ভোটদান পর্ব। অভিনেত্রী চান লিটল প্রিন্সেস। আর হবু বাবা কার অপেক্ষায়?

author-image
Kasturi Kundu
New Update
রূপসা চান রাজকন্যা আর সায়নদীপ?

রূপসা চান রাজকন্যা আর সায়নদীপ?

Rupsa Chatterjee Baby Shower: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই রূপসা আর সায়নদীপের জীবনে আসবে তাঁদের প্রথম সন্তান। পরিবারে এখন খুশির মরশুম। অন্তঃসত্ত্বা রূপসাকে ঘিরেই এখন সব আনন্দ-আয়োজন। মম টু বি রূপসা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে পরিবারে লোকেরা কী চান ছোট্ট রূপসা চায় না ছোট সায়নদীপ? সেই নিয়ে চলছে ভোটদান পর্ব। প্রসঙ্গত, সাধের অনুষ্ঠানের সেই সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। 

Advertisment

শাড়ি-গয়না, গলায় রজনীগন্ধার মালা আর সিঁথিতে চওড়া সিঁদুরে সুসজ্জিত। আর হাতে 'বেবি বয়' আর 'বেবি গার্ল' লেখা দুটি বেলুন। পরিবারের সিংহভাগ সদস্যই চায় সায়নদীপের লিটল ভার্শনকে।  ছোট্ট রূপসার জন্য ভোট পড়ল খুবই কম। ছেলের পক্ষে ভোট পড়েছে ১১ আর মেয়ের পক্ষে মাত্র পাঁচ।

Advertisment

 উল্লেখ্য, উড বি ড্যাডি অর্থাৎ সায়নদীপ নিজেই ভোট দিয়েছেন ছেলের পক্ষে। আর রূপসা চান তাঁর মতোই একটা মিষ্টি মেয়ে। পরিবারের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট করে রূপসা মজা করে লিখেছেন, 'ছেলে না মেয়ে? আপনারাও মতামত জানান।'

কয়েকদিন আগে মেটারনিটি ফটোশ্যুটে মাত দিয়েছেন রূপসা-সায়নদীপ। বোতাম খোলা শার্টের ফাঁকে উন্মুক্ত বেবি বাম্প। উঁকি মারছে স্ফীতোদরের ট্যাটুও। সায়নদীপের সঙ্গে আদুরে মুহূর্তে মম টু বি রূপসা চট্টোপাধ্যায়ের বেবি বাম্প শ্যুটের সেই মুহূর্ত সকলের নজর কেড়েছিল। বেশ বোল্ড আন্দাজেই বেবি বাম্পের ফটোশ্যুট সেরেছেন পেরেন্টস টু বি। 

হবু মা-বাবাকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা। তিনটি ছবির মধ্যে প্রথমটিতে রূপসা একা, দ্বিতীয় ছবিতে সায়নদীপের সঙ্গে খুনসুটি আর শেষ ছবিতে বেবি বাম্পের উপর দু'জনের হাত রেখে হৃদয়ের চিহ্ন। 'মেটারনিটি ফটোশ্যুট' ক্যাপশনে ছবি পোস্ট করেছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। এখন শুধু অপেক্ষা রূপসা-সায়নদীপের জীবনে কার আগমন ঘটে? রাজপুত্র না রাজকন্যা?

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Bengali News Bengali Film Industry Rupsa Chatterjee
Advertisment