নামটা শুনে ভাবছেন বানান ভুল লিখেছি, এটা সত্যজিৎ রায়ের ছবি গুপি গাইন। আপনি ভুল মশাই, এ ছবির সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পের কোনও সম্পর্ক নেই। পরিচালক রাজদীপ ঘোষ ছোটপর্দার দর্শকদের জন্য তৈরি করেছেন ছবি 'গুপি গাএন'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। এখানেই শেষ নয় 'কিশোর কুমার জুনিয়র' ও 'জেনারেশন আমি'-র পর ফের একবার মা-ছেলের ভূমিকায় ঋতব্রত ও অপরাজিতা আঢ্য।
Advertisment
আসলে এই গুপি একেবারেই স্বতন্ত্র। ছবিতে ঋতর চরিত্রের নাম সপ্তক বসু। খুব ভাল গান গাইতে পারে সপ্তক। এখানে সপ্তকের ডাকনাম গুপি আর গাএন মানে যে গান গাইতে পারে। এই কার্যকারণেই ছবির নাম 'গুপি গাএন'। এই গান গাইতে গিয়েই নানরকম সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। সব বাধা পেরিয়ে কী করে সে সাফল্য পাবে, সেই গল্পই চিত্রনাট্যে সাজিয়েছেন পরিচালক।
ছবিতে ঋতব্রত ও অপরাজিতা ছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। যিনি গুপির গান গাওয়ার রাস্তা প্রসারিত করবেন। এছাড়াও দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে। জি বাংলা সিনেমার জন্য অপেরা মুভিজের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। ৭ মার্চ জি বাংলা অরিজিনালসে আসছে 'গুপি গাএন'।