মুক্তির আগেই অনলাইনে ডিটেকটিভ পিকাচু ? প্রতিক্রিয়া রায়ান রেনল্ডসের

সামনেই মুক্তি পাওয়ার কথা ডিটেকটিভ পিকাচু। কিন্তু তার আগেই ১ ঘণ্টা ৪২ মিনিটের ছবির পাইরেটেড ভার্সন ফাঁস হল অনলাইনে। ইন্টারনেটে 'আর রেনল্ডস' ওয়াটার মার্ক দিয়ে পাওয়া যাচ্ছে ছবির ক্লিপ।

সামনেই মুক্তি পাওয়ার কথা ডিটেকটিভ পিকাচু। কিন্তু তার আগেই ১ ঘণ্টা ৪২ মিনিটের ছবির পাইরেটেড ভার্সন ফাঁস হল অনলাইনে। ইন্টারনেটে 'আর রেনল্ডস' ওয়াটার মার্ক দিয়ে পাওয়া যাচ্ছে ছবির ক্লিপ।

author-image
IE Bangla Web Desk
New Update
pikachu

ইন্টারনেটে 'আর রেনল্ডস' ওয়াটার মার্ক দিয়ে পাওয়া যাচ্ছে ছবির ক্লিপ।

প্রথমবার ডিটেকটিভ পিকাচু টিম ফাঁস করল রায়ান রেনল্ডসের ছবির পাইরেটেড ভার্সন। যেখানে পোকেমনের কন্ঠস্বর ওয়ার্নাস বাদ্রার্সের, যা ইতিমধ্যে মনোযোগ কেড়েছে নেট নাগরিকদের। সামনেই মুক্তি পাওয়ার কথা ডিটেকটিভ পিকাচু। কিন্তু তার আগেই ১ ঘণ্টা ৪২ মিনিটের ছবির পাইরেটেড ভার্সন ফাঁস হল অনলাইনে। ইন্টারনেটে 'আর রেনল্ডস' ওয়াটার মার্ক দিয়ে পাওয়া যাচ্ছে ছবির ক্লিপ।

Advertisment

ভিডিওর টাইটেলে দেখা যাচ্ছে 'পোকেমন ডিটেকটিভ পিকাচু: ফুল পিকচার'। ইন্সপেক্টর পিকাচু নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে পাইরেটেড লিঙ্ক। সেই লিঙ্কের টুইটকেই রিটুইট করেন রায়ান এবং সিনেমার অফিসিয়ালসদের ও স্টুডিয়োকে জানায় এই বিষয়ে।

আরও পড়ুন, প্রাক্তন প্রেমিকই ইনস্টাগ্রাম করতে শিখিয়েছিলেন ক্যাটরিনাকে

Advertisment

তবে প্রথম দেখায় এটি ছবির পাইরেটেড লিঙ্ক মনে হলেও, লিঙ্কে ক্লিক করলে বুঝবেন আসল উদ্দেশ্য বাজার করা। মার্কেটিংয়ের নয়া পলিসি। ভিডিওটিতে দেখা যাচ্ছে পিকাচু ববি কিংয়ের গান আই ক্যান নট হেয়ার ইউ-ট্র্যাকে নাচছেন। তাও আবার দু ঘন্টা ধরে। বুঝুন কাণ্ড! প্রসঙ্গত, ডিটেকটিভ পিকাচু মুক্তি পাচ্ছে এই শুক্রবার অর্থাৎ ১০ মে।

Read the full story in English 

Cinema