Advertisment

Sabyasachi Chowdhury: ছোট্ট পরমেশ্বরীর হাত দিয়েই সারমেয়-সেবা করলেন সব্যসাচী, মুগ্ধ হয়ে দেখলেন সকলে..

Sabyasachi Chowdhury as Ramprasad: খুদের হাসি যেন ধরছে না, অনস্ক্রিন বাবার সঙ্গেই যা করল সেই একরত্তি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sabyasachi Chowdhury aka ramprasad feed a dog with little parameshwari tollywood

sabyasachi chowdhury in ramprasad set: সব্যসাচীর কাজ মুগ্ধ হয়ে দেখলেন সকলে...

সব্যসাচী চৌধুরী একজন ভাল অভিনেতা হওয়ার পাশাপাশি কতটা ভাল মানুষ, সেটা বোধহয় এমন দৃশ্য চোখে না পড়লে বোঝাই যায় না। আদতে শান্ত মানুষটি তাঁর অনস্ক্রিন মেয়েটিকে সঙ্গে নিয়ে দারুণভাবে স্ক্রিন উপভোগ করেন।

Advertisment

রামপ্রসাদ ধারাবাহিকের পরমেশ্বরী কিন্তু দারুণ জনপ্রিয়। পুঁচকের নানা ভিডিও ভাইরাল হয় নানা সময়। সারা সেট সে নিজের খিলখিল হাসিতে মাতিয়ে রাখে। আর এবার সব্যসাচী তাঁকে মানবতা শেখালেন। তখনও, সে রামপ্রসাদের বেশে। সব্য খুদে পরমেশ্বরীর হাত দিয়েই পূণ্যের কাজ করালেন।

ফ্লোরের চারপাশে সারমেয়দের আড্ডা। সেখানেই কালু নামের এক চারপেয়েকে খাওয়ালেন বিস্কুট। নিজে নয় বরং পরমেশরীর হাত দিয়েই করলেন সেই ভাল কাজ। নিজে দায়িত্বে থেকে বিস্কুট দিলেন পুঁচকের হাতে। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হল। এদিকে, একরত্তি তো ভয়ে জড়সড়। পর্দার বাবার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে সে।

আরও পড়ুন - Nusrat Jahan: বাবা-মা গিয়েছেন মক্কায়, ছেলের জন্যই ঈদের বিশেষ আয়োজন নুসরতের

সারমেয়দের এগিয়ে আসতে দেখে একটু হলেও সে ভয় পেয়েছে। কিন্তু, সব্যসাচীর কোলে গিয়ে হাসি ধরছে না। বিস্কুট খাওয়ানোর পাশাপাশি হেসে সবাইকে খুশি করে দিল সে। মাঝেমধ্যেই তাঁকে নিয়ে ঘুরে বেড়ান শুটিং ফ্লোরের সকলে। এটুকু বাচ্চাকে নিয়ে কীভাবে শুটিং করেন, সেটিও কিন্তু দেখার মতো।

উল্লেখ্য, টেলিভিশনে বরাবরই জনপ্রিয় সব্যসাচী। এর আগে বামাখ্যাপা হিসেবে তাঁকে দেখা গিয়েছিল। আর এখন রামপ্রসাদ হিসেবে। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এখনও প্রায় লোকচক্ষুর আড়ালে। কিন্তু, কাজ করে চলেছেন নিজের ছন্দে।

tollywood Entertainment News Sabyasachi Chowdhury
Advertisment