/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/sachin.jpg)
রণবীর সিং, শচীন তেন্ডুলকর
'৮৩' (83) দেখে আবেগে ভাসছেন খোদ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' কবীর খান-বাহিনীকে তো প্রশংসায় ভরিয়ে দিলেনই, পাশাপাশি কপিল দেব-রূপী রণবীর সিংয়ের প্রশংসাতেও পঞ্চমুখ তিনি। প্রকাশ্যেই বলিউড অভিনেতাকে এক বিরাট সার্টিফিকেট দিলেন ভারতীয় ক্রিকেট দুনিয়ার ঈশ্বর শচীন।
'৮৩' দেখেই শচীন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ৮৩-তে অল রাউন্ডার রণবীর সিং (Ranveer Singh) দুর্ধর্ষ। প্রথমবার ভারতের বিশ্বকাপ জেতা ম্যাচের দৃশ্যে কপিল পা'জিকে পুঙ্খানুপুঙ্ক্ষভাবে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি ছবির এক দৃশ্য নিয়েও রসিকতা করলেন লিটল মাস্টার ব্লাস্টার।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/83.jpg)
<আরও পড়ুন: রাজ-শুভশ্রী, পরমব্রতর পর এবার করোনায় আক্রান্ত ‘বন্ধু’ রুদ্রনীলও, কঠিন সময় টলিউডের!>
'৮৩' সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্যে শচীনের শৈশবের কথা তুলে ধরা হয়েছে। ১৯৮৩ সালে যখন ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের রুদ্ধশ্বাস ম্যাচ চলছিল, তখন মুম্বইয়ের বাড়িতে বসে গোটা পরিবারের সঙ্গে কোঁকড়া চুলওয়ালা বছর পাঁচ-ছয়েকের এক শিশু টিভির পর্দায় নিষ্পলক চেয়ে রয়েছে… কী হয় কী হয়? সেই বিস্ময় বালকই আজকের শচীন তেন্ডুলকর। কবীর খান (Kabir Khan) সিনেমায় বেশ পারদর্শীতার সঙ্গেই তুলে ধরেছেন সেই দৃশ্য। এবার ৮৩ দেখে সেই সিকোয়েন্স প্রসঙ্গে শচীনের মন্তব্য, "সেদিনকার সেই ঐতিহাসিক ম্যাচ জেতা সত্যিই এই বাচ্চা ছেলেটিকে ভীষণ অনুপ্রেরণা জুগিয়েছিল।" শচীনের তরফে বাহবা পেয়ে উচ্ছ্বসিত রণবীরও। পাল্টা ধন্যবাদ জানালেন তাঁকে।
And then the little boy went on to inspire generations! 😇❤️🙏🏽💫🌟🙌🏽 Thank you, Master! This means everything! https://t.co/xhv3wGfb6F
— Ranveer Singh (@RanveerOfficial) January 5, 2022
প্রসঙ্গত, মুক্তির দিন কয়েকের মধ্যে বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে না পারলেও সিনে-সমালোচক থেকে দর্শকরা প্রত্যেকেই ‘৮৩’ দেখে মুগ্ধ। পাশাপাশি কপিল দেবের ভূমিকায় রণবীর সিংয়ের লুক-অভিনয়ও বেজায় প্রশংসা কুড়িয়েছে। অনুরাগীরা শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন অভিনেতাকে। আর ‘৮৩’ রিলিজের পর দর্শকদের কাছ থেকে এত ভালবাসা পেয়েই আবেগাপ্লুত রণবীর সিং। এবার খোদ ক্রিকেট দুনিয়ার ঈশ্বর শচীন তেন্ডুলকর রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন। উল্লেখ্য, মুক্তির দিন দশেকের মাথায় এবার একশো কোটির দিকে পা বাড়াল ৮৩। গত সপ্তাহান্তের হিসেব বলছে, বক্স অফিসে প্রায় ৯৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর অভিনীত এই ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন