Sacred Games Season 2 Cast: 'সেক্রেড গেমস' ছিল ২০১৮ সালে ভারতীয় নেট-বিনোদনের সবচেয়ে বড় ঘটনা। তার প্রায় দু'বছর আগে থেকেই ওয়েবসিরিজ দেখার অভ্য়াস শুরু হয়ে গিয়েছে ভারতীয় দর্শকের। কিন্তু 'সেক্রেড গেমস' নিয়ে দর্শকের উন্মাদনা এতটাই যে অনেকেই যাঁদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ছিল না তাঁরা শুধুমাত্র এই সিরিজটি দেখার জন্য সাবস্ক্রিপশন নিয়েছেন। সিজন ১ দেখার পর থেকেই দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিজন ২-এর জন্য়। এর মধ্য়ে প্রযোজক সংস্থা, ফ্যানটম ফিল্মস ভেঙে গিয়েছে 'মিটু' ইস্যুতে। অনেকেই তাই আশঙ্কা প্রকাশ করেছিলেন 'সেক্রেড গেমস সিজন ২'-র ভবিষ্য়ত নিয়ে। তাঁদের জন্য় সুখবর, এই বছরের শেষেই আসছে সিজন ২, এমনটাই জানা গিয়েছে। এছাড়া সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে সিরিজের কাস্ট লিস্ট।
নতুন সিজনের প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং পরিচালনা নীরজ ঘায়ওয়ানের। বিক্রম চন্দ্র-র বই 'সেক্রেড গেমস' অবলম্বনে এই সিরিজটি নেটফ্লিক্সের প্রথম হিন্দি অরিজিনাল। পুলিশ অফিসার সরতাজ সিং ও মুম্বইয়ের কুখ্যাত ডন গায়তোন্ডে-- এই দুই প্রধান চরিত্রকে ঘিরেই গল্প এবং নিঃসন্দেহে ওয়েবসিরিজটি একটি অসামান্য থ্রিলার।
আরও পড়ুন: ক্য়ানসারের বিরুদ্ধে লড়াইটা কতটা কঠিন ছিল? ফিরে তাকালেন সোনালি
সিজন ১-এ দেখা গিয়েছিল যে গায়তোন্ডে তার জীবনের তিন 'বাপ'-এর কথা বলছে যার মধ্যে তৃতীয় বাপ হল গুরুজি। ওই চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কিন্তু প্রথম সিজনে এই চরিত্রটি পূর্ণ ব্য়াপ্তিতে আসেনি দর্শকের সামনে। আসলে সেইভাবেই চিত্রনাট্যটি সাজানো হয়েছে।
সেক্রেড গেমস সিজন ২-র কেন্দ্রীয় চরিত্র হল গুরুজি। এছাড়া দু'টি প্রধান চরিত্র থাকছে সিজন ২-তে-- বতিয়া ও শাহিদ খান। বতিয়া চরিত্রে দেখা যাবে কল্কি কোচলিনকে ও শাহিদ খানের চরিত্রে অভিনয় করছেন রণবীর শোরে। এই দু'টি চরিত্রের হাত ধরেই উন্মোচিত হবে আরও নতুন কিছু রহস্য।
আরও পড়ুন: ‘শেষের কবিতা’র পরে কী! একই বিষয়ে দু’টি ছবি, অবাক পরিচালকেরা
এই প্রসঙ্গে কল্কি জানিয়েছেন, ''ব্যক্তিগতভাবে আমি সিরিজের একজন ফ্য়ান। নেটফ্লিক্স পরিবার ও সেক্রেড গেমস-এর সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ ব্য়াপার। সিজন ২ আরও অনেক বেশি এক্সাইটিং হবে। দর্শক কবে আমাকে দেখবেন তার জন্য় আমি উন্মুখ হয়ে রয়েছি।''
রণবীর শোরে জানিয়েছেন, এতদিন পর্যন্ত যা যা চরিত্র করেছেন, তার চেয়ে সম্পূর্ণ আলাদা হতে চলেছে শাহিদ খানের চরিত্রটি। স্ট্রিমিংয়ের জন্য় তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক কবে থেকে স্ট্রিমিং শুরু হবে তা এখনও জানা যায়নি।