ট্রেলার বেরোতে দেরী কেন? এ প্রশ্নের সম্মুখীন অনেকবার হতে হয়েছে পরিচালককে। তারই জবাব মিলল বুধবার। 'সাগরদ্বীপে যকের ধন'- এর ট্রেলার মুক্তির পর সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল। ঝলকেই বোঝা গেল অক্ষরে অক্ষরে নিজের কথা রেখেছেন সায়ন্তন ঘোষাল। প্রকাশ্যে এল 'সাগরদ্বীপে যকের ধন' ছবির ট্রেলার। তাক লাগিয়ে দেবে ছবির ভিএফএক্স।
Advertisment
অনেক আগেই পরিচালক জানিয়েছিলেন, ''ছবিতে ভিস্যুয়াল এফেক্টের কাজ থাকবে অনেকটা, সেটা শেষ করতেই প্রায় পাঁচ-ছ মাস লেগে যাবে।'' সিকিমের শুটিংয়ের কিছুটা অংশ বাকি থাকতেই ‘সাগরদ্বীপে যকের ধন’ এডিট টেবিলে পৌঁছে গিয়েছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটল।
থাইল্যান্ডের সমুদ্রের নীচে ও গুহাতে ধন সম্পদ খোঁজার গল্পকে সামনে রেখে এগোবে এই সিনেমা। আর সেই রহস্য উদঘাটন করবে কুমার ও বিমল। ছবিতে বিমল অর্থাৎ পরমব্রতর চরিত্র এক থাকলেও বদলে গিয়েছে কুমার। রাহুলের পরিবর্তে এবার কুমার হচ্ছেন গৌরব চক্রবর্তী। সাগরদ্বীপে যকের ধন’-এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সঙ্গীতের দায়িত্ব রয়েছে মিমোরই কাঁধে।
ছবির ট্রেলার লঞ্চে কলাকুশলীরা।
সিকিম, থাইল্যান্ড এবং কলকাতার শুটিং হয়েছে এই ছবির। থাইল্যান্ডে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরিচালক আগে বলেছিলেন, “অভিজ্ঞতাটা আউটস্ট্যান্ডিং! যেসব জায়গায় সাধারণত পর্যটকরা যান না, সেরকম লোকেশনে শুট করেছি থাইল্যান্ডে। প্রাণ নিয়ে কলকাতায় ফিরেছি প্রত্যেকে, এটাই অনেক। জলের নীচে শুটিং হয়েছে, কিছু স্টান্টও রয়েছে।”