Saheb Chatterjee Hospitalized: 'জলটুকুও খেতে পারছিলাম না', গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাহেব, কেমন আছেন গায়ক-অভিনেতা?

Saheb Chatterjee Health: হাতে স্যালাইনের নল! গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। এখন কেমন আছেন? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

Saheb Chatterjee Health: হাতে স্যালাইনের নল! গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। এখন কেমন আছেন? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

author-image
Kasturi Kundu
New Update
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সাহেব

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সাহেব

Saheb Chatterjee Health Update: উৎসবের মরশুমে গুরুতর অসুস্থ অভিনেতা-গায়ক  সাহেব চট্টোপাধ্যায়। ২৫ ডিসেম্বর ক্রিসমাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন। হাতে স্যালাইনের নল - চোখে চশমা পরে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সাহেব। সেই অবস্থাতেই অসুস্থতার খবর জানিয়েছেন গায়ক-অভিনেতা।

Advertisment

শারীরিক কিছু সমস্যার জন্যই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। শরীর এতটাই খারাপ ২৬ ও ২৮ ডিসেম্বর দুটি শো-ও বাতিল করতে হয়েছে। শোয়ের আয়োজক ও ভক্তদের কাছে সেই জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়ক- অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। 

সোশ্যাল মিডিয়া পোস্টে সাহেব লেখেন, 'হ্যালো বন্ধুরা! শারীরিক কিছু সমস্যার জন্য ২৫ ডিসেম্বর আমি হাসপাতালে ভর্তি হয়েছি। অসুস্থতার কারণে ২৬ ও ২৮ ডিসেম্বর পরপর দুটি লাইভ শো বাতিল করতে বাধ্য হলাম। এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী'। 

পোস্টে আরও লেখেন, 'আশা করছি আমার পরিস্থিতিটা সকলে বুঝতে পারছেন। আমি এতটাই অসুস্থ যে যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের উত্তরও দিতে পারিনি। এই ঘটনার জন্যও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সঙ্গে তাঁদেরকে অনেক ধন্যবাদ যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। নিজেকে খুব সুখী ও ভাগ্যবান মনে হচ্ছে।'

Advertisment

সাহেব চট্টোপাধ্যায়ের পোস্ট দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। গায়ক-অভিনেতা বলেন, '২২ তারিখ শ্যুটিং শেষ করলাম। সবই ঠিকঠাক ছিল। ২৩ তারিখ থেকেই শরীরটা হঠাৎ খারাপ হতে শুরু করে। ব্লাডে ইনফেকশন ধরা পড়ল। সেই সঙ্গে গলাতেও মারাত্মক ব্যথা। জলটুকুও খেতে পারছিলাম না। জল, ফলের রস যাই খাচ্ছিলাম বমি হয়ে যাচ্ছিল'।

অভিনেতার সংযোজন, 'বাড়িতে আমি ডেঙ্গি, ম্যালেরিয়া টেস্ট করিয়েছি। সব রিপোর্ট নেগেটিভই এসেছে। আমি তো শুধু ভাবছি শ্যুটিংটা ভাগ্যিস শেষ হয়ে গিয়েছিল। আমার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে। কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছিল। হাসপাতালে যাতে ভর্তি না হতে হয় সেই জন্য কড়া ডোজের অ্যান্টিবায়োটিকও খেয়েছি'। 

গায়ক-অভিনেতা যোগ করেন, 'তারপর যখন কমল না তখন হাউজ ফিজিশিয়ন বললেন ব্লাডের ইনফেকশনটা বেড়েছে। হাসপাতালে ভর্তি হতেই হবে। তবে এখন অনেকটাই ভাল আছি। খাওয়াদাওয়াটা করতে পারছি। আগের মতো বমিটা আর হচ্ছি না। তবে বেশি কথা বললে কষ্টটা এখনও হচ্ছে। গলাটা নিয়ে একটু চিন্তায় আছি। ২৬ আর ২৮ দুটো শো বাতিল হয়েছে। এটাও খারাপ লাগছে। আশা করছি তিন-চার দিন পর হয়তো আমাকে  ছেড়ে দেবে।'

Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Television Bengali Film Bengali News Bengali Song Bengali Music Bengali Film Industry