/indian-express-bangla/media/media_files/2025/01/17/o2b6BhmODPynqubVVWew.jpg)
করিনা কাপুরকে কী বললেন প্রিয়াঙ্কা? Photograph: (Instagram)
Priyanka to Kareena: মানুষের জীবনে কত ঘটনা ঘটে, তাও আবার আকষ্মিক এমন কিছু ঘটে যে কেউ কিছু বোঝার আগেই সব কেমন পাল্টে যায়। অন্তত করিনা এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখলে ঠিক তাই বলা সম্ভব। দুজনে একসঙ্গে খুব একটা কাজ করেননি। বহুদিন আগে তাঁদের দেখা গিয়েছিল এতরাজ ছবিতে। তারপর, এদিক ওদিক নানা শোয়ে এসেছেন তাঁরা।
করিনা কাপুরের জীবনে যা ঘটেছে গতকাল, সেকথা কারওর অজানা নয়। সইফকে বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে হামলাকারী। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম। তারকার টানা ৫ ঘণ্টা অপারেশন চলে। তারপর, আজ সকাল হতেই চিকিৎসকরা জানিয়েছেন আপাতত কী কী নিয়মের মধ্যে থাকতে হবে তাঁকে। এহেন সময়ের মধ্যে করিনার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাঁর পরিবারের সঙ্গে সঙ্গে শাহরুখ থেকে সঞ্জয় দত্ত, গিয়েছিলেন অনেকেই।
আরও পড়ুন - Saif ali Khan Health: কঠিন নিয়মে বেঁধে দিলেন চিকিৎসকরা, ফের কবে স্বাভাবিক জীবনে ফিরবেন সইফ?
এদিকে, সমাজ মাধ্যমে যখন করিনা পোস্ট করলেন যে এখন তাঁরা একেবারেই একা থাকতে চান এবং তাঁদের প্রাইভেসি যেন ভঙ্গ না করা হয়। কিন্তু, না! পাপারাজ্জিদের নজর এড়িয়ে যাওয়া সম্ভব না। তবে, বেশ কিছু তারকারা দুর থেকেও সইফের আরোগ্য কামনা করেছেন। করিনা যেন মনের জোর না হারান, সেই প্রার্থনা করেছেন। তাঁর মধ্যে অবশ্যই প্রথমে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশী গার্লের নিজের অবস্থাও ভাল না। অভিনেত্রী এখন নিজেও দুর্দান্ত বিপদে। তিনি যেখানে থাকেন, সেখানে বিধ্বংসী আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ বেশিরভাগ।
LA ওয়াইল্ড লাইফ ফায়ারের কথা সকলেই জানেন। তারকাদের বাড়ি যেমন পুড়ে গিয়েছে তেমনই, দেখা গিয়েছে অস্কার পর্যন্ত পোস্টপন হয়ে যাওয়ার খবর মিলেছে। আর প্রিয়াঙ্কা চোপড়া এত বিপদের মধ্যেও করিনার দুঃখে দুঃখী। দেশী গার্ল সমাজ মাধ্যমে তাঁকে বার্তা দিলেন, তোমাদের সকলকে অনেক ভালবাসা পাঠালাম। আবার অন্য তারকারা পিছিয়ে গেলেন না। সোনাক্ষী সিনহা বলছেন, শক্তি হোক তোমার। ভালবাসা। শ্রেয়া ঘোষাল বলছেন, তোমাদের জন্য প্রার্থনা। রনবীর সিং বলছেন, ভালবাসা এবং প্রার্থনা।
উল্লেখ্য, আজ সকাল হতেই চিকিৎসকরা জানিয়েছেন, সইফ ভাল আছেন। সকালে হেঁটেছেন। তাঁকে আইসিইউ থেকে বের করা হবে। কিন্তু, আসন্ন কিছু দিন তাঁকে সম্পূর্ন বিশ্রামে থাকতে হবে।