/indian-express-bangla/media/media_files/2025/01/17/sVuB0pAnRk7twXIrIlfS.jpg)
এই অপরাধী নাকি ভয়ঙ্কর! যা জানা গেল... Photograph: (file Photo)
Saif Ali Khan Case Updates: প্রায় ৪০ ঘণ্টা কেটে গিয়েছে সইফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলার পর। অভিনেতা এখন বেশ ভাল আছেন। চিকিৎসকরা গতকাল জানিয়েছেন, আপাতত পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। হাঁটাচলা বারণ। এবং বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাঁকে। তবে, যে অভিযুক্তকে কাল গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু তারপরেও তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে তার বান্দ্রার বাসভবনে ছুরিকাঘাত করার ৪০ ঘণ্টারও বেশি সময় পরও মুম্বাই পুলিশের নজর এড়িয়ে চলছে সন্দেহভাজন ব্যক্তি। পুলিশ সুত্রে খবর তাঁরা আন্দাজ করছেন, সেই ব্যক্তি "কঠোর অপরাধী" হতে পারেন, কারণ সে অপরাধের ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরে তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য পোশাক পরিবর্তন করেছিলেন বলে দাবি।
শুক্রবার সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হয়। স্থানীয় পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের কমপক্ষে দুই ডজন দল চিরুনি তল্লাশি চালানোর পর, সকালে বান্দ্রা পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। কিন্তু পাঁচ ঘণ্টা পর মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সইফের বিল্ডিংয়ের সিসিটিভিতে ধরা পড়া অভিযুক্তের মতো দেখতে হওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন - Saif Knif Viral Pic: সইফের পিঠে গাঁথা রক্তমাখা ছুরি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! যা দেখে শিউরে উঠবেন
সম্প্রতি সাইফের বিল্ডিংয়ে কাজ করা এক কাঠমিস্ত্রি ও সেখানকার আরও কয়েকজন শ্রমিককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কাঠমিস্ত্রির পরিবার জানিয়েছে, তিনি পারিবারিক বাসভবনে কাজ করতেন কিন্তু হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এখনও পর্যন্ত কোনও ফলাফল না পাওয়ায়, পুলিশ আবার নতুন সুত্র ধরে কাজ শুরু করেছে। তবে সন্ধ্যার পরে পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তি অন্য একটি সিসিটিভিতে ধরা পড়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে, যে তিনি অভিনেতার বিল্ডিং থেকে বেরিয়ে আসার পর পোশাক পরিবর্তন করেছিলেন।
পুলিশ যখন বান্দ্রায় সিসিটিভি স্ক্যান করছিল তখন, লাকি জংশনের কাছে হাফ হাতা হালকা নীল শার্ট পরা সন্দেহভাজনকে দেখা যায়। সাতগুরু শরণ বিল্ডিংয়ের ফায়ার এক্সিটের আগের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে হাফ হাতা কালো টি-শার্ট পরা অবস্থায় দেখা গিয়েছিল। মুম্বাই পুলিশ জানিয়েছে, "অভিযুক্ত যে পোশাক বদলেছে তা ইঙ্গিত দেয় যে সে একজন কঠোর অপরাধী হতে পারে। তল্লাশি জোরদার করা হয়েছে এবং আশেপাশের রেল স্টেশন থেকে সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে।"