Saif Knif Viral Pic: সইফের পিঠে গাঁথা রক্তমাখা ছুরি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! যা দেখে শিউরে উঠবেন

Saif Ali Khan Attack News: সইফের পিঠে আড়াই ইঞ্চি গেঁথে ছিল ছুরি। অস্ত্রোপচারের পর সেটি বের করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছুরির ছবি।

Saif Ali Khan Attack News: সইফের পিঠে আড়াই ইঞ্চি গেঁথে ছিল ছুরি। অস্ত্রোপচারের পর সেটি বের করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছুরির ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সইফের পিঠে গাঁথা রক্তমাখা ছুরির ছবি ভাইরাল

সইফের পিঠে গাঁথা রক্তমাখা ছুরির ছবি ভাইরাল

Saif Attacked By This Knif: পিঠে গেঁথে রয়েছে ছুরি। শরীর দিয়ে রক্ত ঝরছে। সেই অবস্থাতেই হাসপাতালে পৌঁছেছেন সইফ আলি খান। এ যেন পুরো বলিউডি মুভির কায়দায় বাস্তব পরিদর্শন রিয়েল লাইফ এজেন্ট বিনোদের। বুধবার মধ্যরাতে প্রায় দুটো থেকে আড়াইটের মধ্যেই পতৌদি প্যালেসে হামলার ঘটনাটি ঘটে। পরিবারকে বাঁচাতে দুষ্কৃতীর হাতে মারাত্মক জখম হন সইফ।

Advertisment

শিরদাঁড়ায় গেঁথে গিয়েছিল ভাঙা ছুরির অংশ যা প্রাণনাশের কারণ হতে পারত। বরাতজোরে রক্ষা পেয়েছেন পতৌদি নবাব। সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল সইফের শরীর থেকে বের করে আনা রক্তাক্ত ছুরির ছবি। যা দেখে গায়ে শিহরণ দেবে। অস্ত্রোপচারের পর বের করে আনা ছুরি একটি পাত্রে রাখা রয়েছে। 

ওই ছবি দেখে তো চক্ষু চড়কগাছ আমজনতার। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে এই ছবির সত্যতা যাচাই করা হয়নি। বুধবার রাতে সইফকে ছুরিকাঘাতের পর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে প্রায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর শরীরে গেঁথে থাকা ছুরি বের করা সম্ভব হয়েছে।

Advertisment

আরও পড়ুন:  পুলিশ হেফাজতে সইফের হামলাকারী, অভিনেতার গৃহকর্মী থেকে মিস্ত্রি প্রত্যেককে ডেকে জেরা

এই ছবি দেখে ছোটে নবাবের ভক্তরা তো একেবারে স্তম্ভিত। প্রত্যেকেই বুঝতে পারছেন বরাত জোরে প্রাণে বেঁচেছেন সইফ আলি খান। শিরদাঁড়ায় আড়াই ইঞ্চি ছুঁড়ি গেঁথে থাকা নিছকই সাধারণ ব্যাপার নয়। লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তামানি সইফের আঘাত নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিনেতার শিরদাঁড়ায় দুই মিলি মিটার পর্যন্ত ছুরিটি গেঁথে গিয়েছিল।

এতে প্রাণনাশের আশঙ্কাও ছিল। শরীরে মোট ছটি ক্ষত ছিল। যার মধ্যে শিরদাঁড়ার কাছে দুটি ক্ষত অত্যন্ত গভীর। অস্ত্রোপচারের পর সেটি বের করা হয়েছে। বর্তমানে ভাল আছেন সইফ আলি খান। অন্যদিকে 
পুলিশ ঘটনার তদন্ত করছে। হামলাকারীকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। গৃহকর্মী থেকে মিস্ত্রি প্রত্যেক সন্দেহভাজনকে থানার ডেকে জেরা করা হচ্ছে। 

আরও পড়ুন: মধ্যরাতে পতৌদি প্যালেসে দুষ্কৃতীর হানা! সইফের বাড়ি থেকে কী বাজেয়াপ্ত করল পুলিশ?

saif ali khan saif ali khan injury saif ali khan Health Updates